উজ্জ্বল-সাব্বির নাসিরের ‘আধা’

গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘আগেও তাঁর লেখা ও আমার গাওয়া দুটো গান শ্রোতাপ্রিয় হয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি কাদম্বরী দেবীকে নিয়ে কিছু একটা ভাবছিলেন। তাঁর সঙ্গে আড্ডা দিতে দিতে হামিংয়ে সুরটুকু শুনলাম। আমিও তাঁর সঙ্গে গাইতে চেষ্টা করলাম। প্রথমবার শুনেই বিশালের পছন্দ হয়ে গেল। তিনি বললেন, চলেন কম্পোজ করে ফেলি।’

সাব্বির নাসির

প্রথমবার মিউজিক্যাল ফিল্ম বানালেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তাতে গায়ক সাব্বির নাসির গাইলেন ‘আধা’ শিরোনামে নতুন এক গান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সেটি। গানটির কথা ও সুর করেছেন ওমর ফারুক বিশাল, সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।

সাব্বির নাসিরের ইচ্ছা ছিল এই গানে সাজিদ সরকার যুক্ত হোক। গীতিকার বিশাল সাজিদের কাছে পাঠিয়ে দিলেন কথা ও সুর। একদিন সাব্বির ও বিশাল পৌঁছলেন সাজিদের স্টুডিওতে। দেন গানটির ধরন ও বিষয়বস্তুর ধারণা। সাব্বির নাসির সেদিন পেরুর অরণ্যের সাধকদের মুক্ত পরমার্থিক জগৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। ভাবতেই পারেননি সাজিদ সেই আলোচনা থেকে নির্যাস নিয়ে কেলটিক সংগীতের এক অসাধারণ কম্পোজিশন তৈরি করে ফেলবেন।

মাসুদ হাসান উজ্জ্বলকে গানের ভিডিও নির্মাণে যুক্ত করা প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘আমার আর উজ্জ্বলের বন্ধুত্ব “আধা” গানটি সৃষ্টির অনেক আগে থেকে। আমরা একত্রে জ্যামিং করি, আড্ডা দিই। আমাদের ভাবনার জগতেরও অনেক মিল।’ একদিন সাজিদের স্টুডিওতে একসঙ্গে গিয়ে গানটি শুনেই ভালো লেগে যায় উজ্জ্বলের।

‘আধা’র সংগীতচিত্রে গায়ক সাব্বির নাসিরের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে নীল হুরেজাহানকে।