কপিরাইট নিয়ে সংগীতশিল্পী ফাহিমের প্রামাণ্যচিত্র

সংগীতশিল্পী ফাহিম ফয়সাল

‘কপিরাইট রেজিস্ট্রেশন করুন, মেধাসম্পদ সংরক্ষণ করুন’ প্রতিপাদ্য নিয়ে কপিরাইট সচেতনতায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র। দুই পর্বের এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। নির্মাতার দাবি, এটি দেশের প্রথম কপিরাইট–বিষয়ক প্রামাণ্যচিত্র।
সংগীত, নাট্য, চলচ্চিত্র, সাহিত্য, আলোকচিত্র, স্কেচ, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার গেম, ডেটাবেইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় দীর্ঘদিন নানা সমস্যা এবং নানা ধরনের মতানৈক্য চলমান। এসবের সমাধান ও কপিরাইট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কপিরাইট অফিসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এ প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে।

সংগীতশিল্পী ফাহিম ফয়সাল

নতুন এ প্রামাণ্যচিত্র নিয়ে সংগীতশিল্পী ফাহিম ফয়সাল বলেন, সৃজনশীল অঙ্গনের প্রত্যেকেরই উচিত যাঁর যাঁর সৃজনশীল কর্মটির কপিরাইট রেজিস্ট্রেশন করে রাখা। কারণ, কপিরাইট রেজিস্ট্রেশনের গুরুত্ব হচ্ছে সৃজনশীল ব্যক্তি তাঁর কাজটিকে সংরক্ষণ করার পাশাপাশি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করতে চাইলে কপিরাইট রেজিস্ট্রেশন করার কোনো বিকল্প নেই। এতে দেশীয় ও আন্তর্জাতিক উভয় জায়গাতেই সুফল পাওয়া সম্ভব। এ ছাড়া আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রয়্যালটির সুবিধা ভোগ করতে চাইলেও তাঁকে অবশ্যই কাজটির কপিরাইট রেজিস্ট্রেশন করতে হবে। এ বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে কপিরাইট রেজিস্ট্রেশন করা খুবই গুরুত্বপূর্ণ।

ফাহিম ফয়সাল মনে করেন, দুই পর্বের এ প্রামাণ্যচিত্র দেখে সৃজনশীল অঙ্গনের সবাই কপিরাইট বিষয়ে সচেতনতা লাভের পাশাপাশি নিজস্ব সৃজনশীল কাজের কপিরাইট রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ হবেন। যে কেউ চাইলে প্রামাণ্যচিত্রটি দেখে এ বিষয়ে দিকনির্দেশনাও পাবেন।

ফাহিম ফয়সাল মূলত সংগীতশিল্পী। ২০০৬ সাল থেকে গানের জগতে বিচরণ এই সংগীতশিল্পীর। ‘নীলচে আকাশ’, ‘আঙুল ছুঁতে চাই’, ‘ভালোবাসার শেষ খেয়াল’, ‘নিঝুম নীরবতা’, ‘চোখের মাঝে’, ‘জাদুর ছায়ার’ মতো বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি।