করোনার টিকা নিয়ে যা বললেন রুনা লায়লা ও আলমগীর

করোনার টিকা নেওয়া শেষে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের (সবার ডানে) সঙ্গে আলাপ আলমগীর ও রুনা লায়লা
ছবি : প্রথম আলো

পারিবারিক ও বাড়ির অন্য সদস্যদের নিয়ে আজ রোববার সকালে করোনা টিকা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী আলমগীর। তাঁরা ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন। এই খবর প্রথম আলোকে নিশ্চিত করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার আমাদের জানানো হয়, সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে টিকা নিতে আসবেন। আজ সকাল সাড়ে আটটায় তাঁরা আমাদের হাসপাতালে আসেন। নয়টার কিছুক্ষণ পর টিকা নিয়ে তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে যান। তাঁদের মতো বরেণ্য ব্যক্তিত্বরা আমাদের এখানে টিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। টিকা নেওয়া শেষে আমাদের হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্যারের সঙ্গে আলাপ করেছেন, কোভিড-১৯ টিকার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। হাসপাতালের পরিবেশ এবং সেবা নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন।’

রুনা লায়লা ও আলমগীর

জহিরুল ইসলামের কথার সত্যতা মেলে প্রথম আলোর সঙ্গে যখন রুনা লায়লার কথা হয়। হাসপাতাল থেকে ঢাকার আসাদ অ্যাভিনিউয়ের বাড়িতে ফেরার পরে মোবাইলে কথা হয় রুনা লায়লার সঙ্গে। তিনি বলেন, ‘এত চমৎকার পরিবেশ, টিকা নেওয়াও এত সহজভাবে হবে, ভাবতে পারিনি। হাসপাতালে সবাই বেশ আন্তরিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কাজটি সেরেছেন। বলতে পারো, সুন্দর পরিবেশে শান্তিমতো টিকা নিয়েছি।’
সবাইকে করোনার টিকা নেওয়ার আহবান জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এখানে ভয়ের কিছু নেই। চিন্তারও কোনো কারণ নেই। নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করুন। আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি। ৪০ বছরের নিচে যাঁরা ছিলেন, তাঁদের নিয়ে যাওয়া হয়নি। সামনে সুযোগ তৈরি হলে অন্যদের টিকাও দিয়ে দেওয়ার ব্যবস্থা করব।’

করোনার টিকা নেওয়া শেষে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিদায় জানাচ্ছেন আলমগীর ও রুনা লায়লাকে
ছবি : প্রথম আলো

রুনা লায়লা জানান, শুক্রবার তাঁরা কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য নাম নিবন্ধন করেন। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ করোনার টিকা দেওয়ার প্রক্রিয়াটি চমৎকারভাবে ব্যবস্থাপনা করছে। নিজে ভালো থাকতে, নিজের পরিবারের সবাইকে ভালো থাকার পাশাপাশি আশপাশের সবাইকে নিরাপদ রাখার জন্য করোনার টিকা নিয়ে নিন।’
দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেওয়া শুরু হলে শুরুতেই সাংসদ ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার টিকা নেওয়ার খবর জানা যায়। সুবর্ণার টিকা নেওয়ার পরদিন নাট্যজন ও সাংসদ আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর দেশের সংস্কৃতি অঙ্গন থেকে মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, জেমস, শাবনাজ, নাঈমসহ আরও অনেকে টিকা নেন বলে জানা যায়।