করোনা-সহায়তায় 'স্বপ্নের ডাক'
করোনা মহামারিতে সহায়তা তহবিল গঠনে ‘স্বপ্নের ডাক’ নামে অনলাইন কনসার্টের আয়োজন করেছে ‘এশিয়াটিক ইএক্সপি’ এবং অস্ট্রেলিয়ার ‘লিসেন ফর’ এবং সহযোগিতা করছে ইউএনডিপি।
আয়োজনটি বাংলাদেশ ও এর বাইরে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের সুবিধার্থে চারটি জোন ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও বাংলাদেশে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব ২০ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় দেখা যাবে। পুরো কনসার্টটি সরাসরি দেখা যাবে স্বপ্নের ডাক ওয়েবসাইট ও ফেসবুক পেজে। এ আয়োজন থেকে পাওয়া অর্থসহায়তা ইউএনডিপির মাধ্যমে চলে যাবে অসহায় মানুষের কাছে।
কনসার্টটিতে দেশি ও বিদেশি শিল্পীরা অংশগ্রহণ করবেন। শাফিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, মাকসুদ ও ঢাকা, তাহসান খান, মিলা, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি প্রমুখ দেশ থেকে এবং শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, অর্ক মুখার্জি, চন্দন, অনিলা চৌধুরী প্রমুখ দেশের বাইরে থেকে অংশগ্রহণ করবেন। এ ছাড়া আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, হাসান আরিফ, প্রজ্ঞা লাবণী ও শারমিন লাকি। আলাপচারিতায় যোগ দেবেন সারা যাকের, জুয়েল আইচ, নুসরাত ফারিয়া, মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপূর্ব, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি প্রমুখ। বিস্তারিত জানতে ও সহায়তা করতে ঢুকতে পারেন এখানে–www.swapner-daak.org.