কীভাবে শুরু হলো বিশ্ব সংগীত দিবস

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমী থেকে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষেদর শোভাযাত্রা বের হয় lফাইল ছবি: প্রথম আলো

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং ১৯৮১ সালে সংগীত ব্যক্তিত্ব মরিস ফ্লুরেকে সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক নিয়োগ করেন। এক জরিপ থেকে তিনি জানতে পারেন ফ্রান্সের ৫০ লাখ মানুষ কোনো না কোনো সংগীত যন্ত্র বাজাতে পারে। তাঁর মনে হতে থাকে আহা এদের সবাইকে যদি একটা দিনে রাস্তায় বের করে আনা যেত। ১৯৮২ সালের ২১ জুন ‘ফে দে লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’তে ঠিক তাই ঘটানোর চেষ্টা হয়েছিল। জ্যাক ল্যাং, প্রকৌশলী ক্রিস্টিয়ান ডুপাভিলন আর মরিস ফ্লুরের সম্মিলিত চেষ্টায় সম্ভব হয়েছিল এই উদ্যোগ। বিশেষ এই দিনটি 'ওয়ার্ল্ড মিউজিক ডে' হিসেবে পরিচিতি লাভ করে।

বর্তমানে চীন, ভারত, ব্রিটেন, জার্মানি, ইতালি, গ্রিস, রাশিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কোস্টারিকাসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে উদ্‌যাপিত হয় এই দিবস। দিনটিতে রেস্তোরাঁ, পার্ক, যানবাহন—সর্বত্র বিনা মূল্যে গান পরিবেশন করেন শিল্পীরা। শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে দিবসটিকে ব্যবহার করা হয়।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সংগীত শিল্পীরা শোভাযাত্রা করে। সেগুনবাগিচা, ঢাকা, ২১ জুন,২০১৯।
ফাইল ছবি: প্রথম আলো

এবারের আয়োজন
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ২০০৭ সালে বাংলাদেশে প্রথম দিনটি পালন শুরু করে। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও কনসার্টের মধ্য দিয়ে দিবসটি নিয়মিত উদ্‌যাপিত হচ্ছে। সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশ শিল্পীকলা একাডেমিতে বড় পরিসরে দিবসটি পালিত হয়। করোনার কারণে গেল বছর সম্ভব হয়নি, এবারও মূলত ভার্চুয়ালিই উদ্‌যাপিত হবে। এ বছর সাত দিনের অনলাইন কর্মসূচি গ্রহণ করেছে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

আজ থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ৮টায় অনুষ্ঠান শুরু হবে। অংশ নেবে ঢাকার ৪০টি সংগীত দল। এবারের আয়োজনে স্লোগান: ‘সংগীত হোক বৈশ্বিক মহামারি নির্মূলের হাতিয়ার’। সাত দিনে সাত গুণী আলোচক অংশ নেবেন।

দিবসটি উপলক্ষে নতুন গান প্রকাশ করবে সিম্ফনি ব্যান্ড

দিবসটি উপলক্ষে নতুন গান প্রকাশ করবে সিম্ফনি ব্যান্ড। ‘ফেসবুকে পাচ্ছি না’ শিরোনামে গানটি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে আজ বেলা ৩টা এবং আরটিভি মিউজিক ফেসবুক পেজে দেখা যাবে ২২ জুন বেলা ৩টা থেকে। ‘ফেসবুকে পাচ্ছি না’ শিরোনামে গানটির কথা লিখেছেন দেওয়ান শামসুর রকিব। সুর করেছেন মনি জামান এবং কম্পোজিশন করেছে আমাদের সিম্ফনি ব্যান্ড। এ ছাড়া আসছে নতুন একক গান ‘আঁধার সরিয়ে’। কবির বকুলের কথায়, তানজিনা রুমার কণ্ঠে আরটিভি ইউটিউব চ্যানেলে গানটি আজ ২১ জুন রাত ৯টায়। এ ছাড়া ফেসবুকে দেখা যাবে ২২ জুন রাত ৯টায়।