গাজীপুরে গাইবেন জেমস

জেমস

করোনা মহামারির কারণে প্রায় এক বছর ঘরবন্দী ছিলেন নগর বাউল জেমস। এক বছর পর আবার কনসার্টে গান করেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২৬ মার্চ গান করতে মঞ্চে উঠছেন জেমস।

শুক্রবার স্বাধীনতা দিবসের বিকেলে গাজীপুর রাজবাড়ি মাঠে রয়েছে কনসার্ট। গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে মেয়র জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে কনসার্টের সমন্বয় করছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বেলা তিনটার সাংস্কৃতিক পর্বে থাকবে কনসার্ট। সেখানে গাইবেন জেমস। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ আয়োজন। সেখানে কেক কেটে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে।’ একই মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আরেকটি অনুষ্ঠানে গান করবেন সালমা ও স্থানীয় শিল্পীরা।

জেমস
ছবি : প্রথম আলো

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চ থেকে অন্য সবার মতোই ঘরে কাটিয়েছেন দেশের প্রখ্যাত ব্যান্ড সংগীত তারকা মাহফুজ আনাম জেমস। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠান করার অনুমতি থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকায় কনসার্টে খুব একটা দেখা যায়নি তাঁকে। জেমসের ব্যবস্থাপন রুবাইয়াত ঠাকুর জানান, প্রায় এক বছর পর কনসার্টে অংশ নিতে শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কনসার্টে অংশ নেবে জেমস ও তাঁর দল নগরবাউল।

বর্তমানে নগর বাউলে আছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেজ গিটারে তালুকদার সাব্বির, কি–বোর্ডে কাকন চক্রবর্তী এবং ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর।