গানের ভুবন ছিল সরব, সচল

কনসার্ট বন্ধ হয়ে যায় মহামারিতে। তাই ঘরে বসেই ঘুরে দাঁড়ানোর তৎপরতা শুরু করেন বাংলাদেশের সংগীতশিল্পীরা

এ বছর অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছিল সংগীতভুবন। কণ্ঠশিল্পীদের সবচেয়ে আনন্দ ও আয়ের উৎস কনসার্ট বন্ধ হয়ে যায় মহামারিতে। তাই ঘরে বসেই ঘুরে দাঁড়ানোর তৎপরতা শুরু করেন বাংলাদেশের সংগীতশিল্পীরা। এ বছর নানা কারণে আলোচিত ছিল এ অঙ্গন। নতুন বহু গান হয়েছে, তৈরি হয়েছে করোনায় সচেতনতামূলক গান। তৈরি হয়েছে গান নিয়ে নানা বিতর্ক, আলোচনা-সমালোচনা। সবকিছু নিয়ে সংগীতভুবন ছিল সরব, সচল।

ঘরে ঘরে আসর, স্টুডিও, ফেসবুকে অনুষ্ঠান
করোনাকালে মঞ্চ পরিবেশনা বন্ধ থাকলেও থেমে থাকেননি শিল্পীরা। ঘরে বসে গানের চর্চা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশনা নিয়ে সক্রিয় ছিলেন তাঁরা। অনেক শিল্পীর ঘরে স্টুডিও থাকায় ঘরে বসেই নতুন গান রেকর্ড করে অনলাইনে প্রকাশ করেছেন। ‘ঘরে বসে শোনাব গান’ নামে একটি গানের অনুষ্ঠান আয়োজন করেছিল প্রথম আলো। এ অনুষ্ঠানে ঘরে বসে ৭৫ জন শিল্পী ৭৩টি পর্বে প্রথম আলোর পাঠক, দর্শক-শ্রোতাদের গান শুনিয়ে অনুপ্রাণিত করেছেন। এ ছাড়া আরও বেশ কিছু প্রতিষ্ঠান ঘর থেকে দেশ ও বিদেশে অবস্থান করা কণ্ঠশিল্পীদের গান উপস্থাপন করেছেন। বেঙ্গল ফাউন্ডেশন তাদের ইউটিউব চ্যানেলে ভিন্ন আঙ্গিক ও উপস্থাপনায় পঞ্চকবির গান ও লোকগান উপস্থাপন করে গেছে।

বছরের উল্লেখযোগ্য একগুচ্ছ গান
বছরের শুরু থেকে শেষ, বেশ কিছু নতুন গান শ্রোতাদের আনন্দ দিয়েছে। সেসবের মধ্যে রয়েছে কোনালের ‘মেঘ’, প্রিতম হাসানের ‘ভেঙ্গে পড়ো না এভাবে’ ও ‘খোকা’, তুহিনের ‘আলো’, হাবিবের ‘প্রেমের খেলা’, নোবেলের ‘অভিনয়’, চিরকুটের ‘আলো আলো মুছে দাও হৃদয়ের ক্ষত’, অর্ণবের ‘চোরাকাঁটা’। বিতর্ক ছড়িয়েছে নোবেলের ‘তামাশা’, ডিজে মারুফের ‘বাবু খাইছো’। আগ্রহ ছিল বালামের ‘তুমি রূপকথায়’, মিলার ‘আইস্যালা’ গানগুলো নিয়ে। সিলন মিউজিক লাউঞ্জ বেশ কিছু হারানো দিনের গান উপহার দিয়েছে নতুন করে। সেগুলো গেয়েছেন বাংলাদেশের তরুণ একদল শিল্পী। এ ছাড়া বহু শিল্পী এ বছর নতুন গান প্রকাশ করেছেন, সঙ্গে সংগীতচিত্র; যা ইউটিউবে প্রকাশ করেছেন তাঁরা।

কোনাল-ইমরানের গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। এ বছর মুক্তি পাওয়া বিশ্বসুন্দরী ছবির ‘তুই কি আমার হবি’ গানটি গত বছরের শেষে মুক্তি পেলেও এ বছর সেটি দর্শক-শ্রোতার প্রীতি কুড়িয়েছে। এ ছাড়া শ্রোতাদের ভালো লাগা গানের মধ্যে রয়েছে ঊনপঞ্চাশ বাতাস ছবিতে সুমনের গাওয়া ‘প্রথম’ গানটি।

অঙ্গনের আলোচিত ও উল্লেখযোগ্য ঘটনা
আইপিডিসি আমাদের গানের আয়োজনে ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। একদিকে সরলপুর ব্যান্ড গানটির মেধাস্বত্ব দাবি করে, অন্যদিকে আয়োজকেরা লোকগানটির কপিরাইট নেওয়ার বিরুদ্ধে অবস্থান নেন। করোনার সংকটকালে যখন আয় কমে যায়, তখন নিজেদের মেধাস্বত্ব নিয়ে ভাবতে শুরু করেন শিল্পীরা। যে যাঁর অবস্থান থেকে মেধাস্বত্ব নিয়ে সোচ্চার হতে থাকেন। দীর্ঘদিনের দ্বন্দ চলার পর শিল্পী মাকসুদের সঙ্গে সমঝোতায় পৌঁছায় তাঁর সাবেক দল ফিডব্যাক। মাকসুদের গাওয়া গানগুলোর রয়্যালটির ভাগিদার করে নেওয়া হয় তাঁকেও। দীর্ঘদিন গান করার পর প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শিল্পী সাবিনা ইয়াসমীন। অভিনেত্রী ও পরিচালক সারাহ বেগম কবরীর এই তুমি সেই তুমি ছবির গানের পরিচালক ছিলেন তিনি।

এককাট্টা হয়েছেন শিল্পের মানুষেরা
করোনাকালে হঠাৎ করে যাত্রা শুরু করে সংগীতের বেশ কয়েকটি সংগঠন। এসবের মধ্যে রয়েছে গীতিকবি সংঘ, মিউজিক কম্পোজার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ। একপর্যায়ে এ সংগঠনগুলো কপিরাইট রেজিস্ট্রারকে নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া তুলে ধরে।

প্রসারিত ছিল সহযোগিতার হাত
করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন শিল্পীরা। জ্যেষ্ঠ শিল্পীদের মাধ্যমে, তাঁদের সহযোগিতায় সরকারের আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয় সাময়িকভাবে সংকটে পড়া স্বল্প আয়ের শিল্পীদের।

প্রীতি কুড়ানো সিনেমার গান
চলতি বছর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে বীর ছবিতে কোনাল-ইমরানের গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। এ বছর মুক্তি পাওয়া বিশ্বসুন্দরী ছবির ‘তুই কি আমার হবি’ গানটি গত বছরের শেষে মুক্তি পেলেও এ বছর সেটি দর্শক-শ্রোতার প্রীতি কুড়িয়েছে। এ ছাড়া শ্রোতাদের ভালো লাগা গানের মধ্যে রয়েছে ঊনপঞ্চাশ বাতাস ছবিতে সুমনের গাওয়া ‘প্রথম’ গানটি।