গানের শিল্পীরা যখন অভিনয়শিল্পী

গানের শিল্পীরা নাটক ও সিনেমায় অভিনয় করেন, এটি নতুন নয়ছবি: সংগৃহীত

গানের শিল্পীরা নাটক ও সিনেমায় অভিনয় করেন, এটি নতুন নয়। তাঁদের কেউ কেউ শখের বসে টিভি নাটক বা সিনেমায় দু–একটি কাজ করেই সরে গেছেন। সেই তালিকায় আছেন রুনা লায়লা, মমতাজ, এস আই টুটুল, শুভ্র দেব, বাপ্পা মজুমদার, তপু, কনা, হৃদয় খান, এলিটা, কোনাল, সিঁথি সাহা প্রমুখ। ইদানীং দেখা গেছে, বেশ কয়েকজন শিল্পী বেশ নিয়ম করেই অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছেন। অভিনেতা হিসেবে পর্দায় তাঁরা বেশ আলোচিতও হচ্ছেন। দর্শকেরাও সাদরে গ্রহণ করেছেন এই শিল্পীদের।

অভিনেতা হিসেবে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান খান
ছবি: সংগৃহীত

অভিনেতা হিসেবে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান খান। ২০০৪ সালে অফবিট নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত প্রায় ১২০টি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। যদি একদিন নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাহসান অভিনীত আরও একটি সিনেমা। এখন পেশাদার অনেক অভিনেতার চেয়েও তাহসানের চাহিদা ও দর্শকপ্রিয়তা কোনো অংশে কম নয়। গানের শিল্পী হিসেবে পর্দায় কেন? জানতে চাইলে তাহসান বলেন, ‘ভক্তরা আমাকে যেভাবে দেখতে চাইবেন, আমি সেই মাধ্যমেই কাজ করব। এবারে বইমেলায় কবিতার বই বের হবে। পাঠকদের ভালো লাগলে প্রতিবছরই বই লিখব।’

কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত প্রথম নাটক শহরতলীর আলো
ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত প্রথম নাটক শহরতলীর আলো। এরপর ২০ থেকে ২৫টি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। প্রথম সিনেমা আয়নাবাজিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ওয়েব সিরিজ তাকদির থেকে আরও বেশি। নিজের ভালো লাগা ও দর্শকের ভালো লাগা থেকেই অভিনয় করে যাচ্ছেন পার্থ। তিনি বলেন, ‘সব কাজ ভালো হয়েছে বলব না। কিছু কাজ ভালো হয়েছে বলেই দর্শক আমাকে অভিনয়ে দেখতে চান। গানের ফাঁকে সময় পেলে নিজের ভালো লাগা থেকে কিছু কাজ করা হয়।’ তবে এখন থেকে যথেষ্ট যাচাই-বাছাই করেই কাজ করতে চান তিনি। পার্থ বলেন, ‘মাঝে অন্যদের কথা শুনতে গিয়ে অনেক কাজ ভালো হয়নি। এখন একটু গুটিয়ে নিয়েছি। ভালো–মন্দ যাচাই করে মাঝেমধ্যে কিছু কাজ করি।’
শিল্পী প্রীতম হাসানও অভিনয় করছেন। এরই মধ্যে প্রায় আধা ডজন নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত ছন্দ ছাড়া গল্প, বিয়ের ঘণ্টা, সাতশ টাকা নাটকগুলো বেশ আলোচিত হয়েছে। এরই মধ্যে ইউটিউমার নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। গান পেশা হলেও শখ করে অভিনয়ে এসেছেন প্রীতম। তবে অভিনয়কে বিস্তৃত পরিসরে করতে চান এই শিল্পী। প্রীতম বলেন, ‘গানে আমার একটা পরিচিতি তৈরি হয়েছে। অভিনয়ে সে রকম নেই। এখানে আরেকটু পরিচিতি বাড়াতে চাই। ভালো গল্পে, ভালো পরিচালকের সঙ্গে বছরে দু-তিনটি কাজ করব।’ এতে গানের ওপর প্রভাব পড়বে? প্রীতম বলেন, ‘না। কারণ, একটা গান করতে মাস লেগে যায়। আর নাটক করতে লাগে তিন দিন।’

শাফিন আহমেদ
সংগৃহীত

মাইলস ব্যান্ডের অন্যতম ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ এর আগে রিদম অব লাইফ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সম্প্রতি রহস্যে ঘেরা শহর নামে একটি কিশোর থ্রিলার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই শিল্পী। শিগগিরই শুটিং শুরু হবে এ ছবির। তবে অভিনয়টা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ‘নাটক ও সিনেমায় অভিনয়ের প্রস্তাব বহু আগে থেকেই পাই। কাছের যাঁরা, তাঁদের অনুরোধ অনেক সময় ফেলতে পারি না। কাজ করতে না চাইলে অনেক সময় চরিত্রের গল্প নিজের মতো করে ফেলি, তবু তাঁরা ছাড়েন না। এতে দু–একটি নাটক বা ওয়েবের কাজ করতেই হচ্ছে।’
গানের শিল্পী হলেও নিয়মিত অভিনয় করেন আগুন। সবশেষ ‘পঞ্চাশ বছরের বাড়ি’ নামে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন তিনি। নব্বই দশকেই অভিনয়ের শুরু এই গায়কের। এ পর্যন্ত প্রায় হাফ ডজন সিনেমা এবং পঞ্চাশেরও বেশি সংখ্যাক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। পেশা না হলেও অভিনয় করতে আগুনের ভালো লাগে। যতদিন দর্শক চাইবেন, নিজের ভালোলাগা থাকবে, ততদিন অভিনয় করে যাবেন এই কণ্ঠশিল্পী। আগুন বলেন, ‘অভিনয় আমার পেশা না। তবে কাজটি করতে বেশ ভালো লাগে আমার। কাজটি করব, করে যাব।’ যদিও শ্রোতারা এখনো অপেক্ষা করেন, ব্যতিক্রম নতুন কী গান উপহার দেবেন এই শিল্পীরা।

গানের শিল্পী হলেও নিয়মিত অভিনয় করেন আগুন
ছবি: সংগৃহীত