গ্র্যামির ৬৩তম রজনী যেন নারী শিল্পীদের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টার। রোববার রাতে সেখানেই বসেছিল এ বছরের বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর। সে রাতে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারকারা ৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের রাতকে করেছিলেন ঝলমলে।

বিয়ন্সে আর মেগান দি স্ট্যালিয়ন
গ্র্যামির ইনস্টাগ্রাম

দেখা গেল, বিশ্বসংগীতে এই মুহূর্তে নারীদেরই জয়জয়কার। মঞ্চ সাজানো হয়েছিল কণ্ঠশিল্পীদের দুর্দান্ত সব কীর্তিকে স্বীকৃতি দিতে। প্রথম চারটি সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন চার নারী। আর এ আসরের আলাদা অধ্যায় হয়ে থাকবেন বিয়ন্সে ও টেইলর সুইফট।

হ্যারি স্টাইলস
গ্র্যামির ইনস্টাগ্রাম

প্রথম নারী হিসেবে তিনবার সেরা অ্যালবামের পুরস্কার উঠেছে টেইলর সুইফটের হাতে। আর বিয়ন্সে ছাড়িয়ে গেছেন সব রেকর্ড। তাঁর শোকেসে একে একে জড়ো হয়েছে ২৮টি গ্র্যামি (মেয়ে ক্লু আইভির গ্র্যামিটা ধরলে ২৯টি)। গত বছর গ্র্যামির ইতিহাসকন্যা বিলি আইলিশের হাতে উঠেছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’–এর পুরস্কার।

লেডি গাগা
গ্র্যামির ইনস্টাগ্রাম

এই মঞ্চে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সম্মান জানিয়ে রাখা হয়েছিল বিশেষ আয়োজন। জর্জিয়ার আটলান্টার ২৬ বছর বয়সী র‌্যাপার লিল বেবি গান পরিবেশন করেন সেখানে। বিয়ন্সের ‘ব্ল্যাক প্যারেড’ও নতুন রূপে এসেছে এবারের মঞ্চে। মেগান দি স্ট্যালিয়ন তো সেরা নয়া শিল্পী হিসেবে নিজের কানে নিজের নাম শুনেও বিশ্বাস করতে পারছিলেন না। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়াহ।

ভাই ফিনেস ও'কনেলের সঙ্গে বিলি আইলিশ
গ্র্যামির ইনস্টাগ্রাম

একনজরে ৬৩তম গ্র্যামি:

সেরা গান: আই কান্ট ব্রিদ (হার)
রেকর্ড অব দ্য ইয়ার: ইভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ)
সেরা পপ ভোকাল অ্যালবাম: ফরচুন নস্টালজিয়া (ডুয়া লিপা)
সেরা নবাগত শিল্পী: মেগান দ্য স্ট্যালিয়ন
সেরা একক পারফরম্যান্স: ওয়াটারমেলন (হ্যারি স্টাইলস)
সেরা পপ জুটি: লেডি গাগা আর আরিয়ানা গ্রান্ডে (রেইন অন মি)

ডুয়া লিপা
গ্র্যামির ইনস্টাগ্রাম

সেরা আর অ্যান্ড বি অ্যালবাম: বিগার লাভ (জন লেজেন্ড)
সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরম্যান্স: এনিথিং ফর ইউ (লেডিসি)
সেরা আর অ্যান্ড বি গান: বেটার দ্যান আই ইমাজিনড (রবার্ট গ্লাসপার, মিশেল নিওজিওসেলো আর গ্যাব্রিয়েলা উইলসন)
সেরা র‌্যাপ পারফরম্যান্স: স্যাভেজ (বিয়ন্সে)
সেরা র‌্যাপ অ্যালবাম: কিং’স ডিজিজ (ন্যাস)
সেরা মিউজিক ভিডিও: ব্রাউন স্কিন গার্ল (বিয়ন্সে)
বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া: নো টাইম টু ডাই (বিলি আইলিশ)

হার
গ্র্যামির ইনস্টাগ্রাম


র‌্যাপ সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া: জোজো র‌্যাবিট
বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া: জোকার
সেরা ড্যান্স/ ইলেকট্রনিক অ্যালবাম: বুবা
সেরা রক অ্যালবাম:  দ্য নিউ অ্যাবনরমাল (দ্য স্ট্রোকস)
সেরা রক সং: স্টে হাই (ব্রিটানি হওয়ার্ড)
সেরা কান্ট্রি সোলো পারফরম্যান্স:  হোয়েন মাই অ্যামি প্রেইজ (ভিন্স গিল)
সেরা কান্ট্রি পারফরম্যান্স জুটি: ড্যান, শে, বিবার (টেন থাউজেন্ড আওয়ারস)
সেরা কান্ট্রি অ্যালবাম: ওয়াইল্ডকার্ড (মিরান্ডা ল্যামবার্ট)
সেরা কান্ট্রি সং: ক্রাউডেড টেবল
সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: সিক্রেটস আর দ্য বেস্ট স্টোরিজ

টেইলর সুইফট
গ্র্যামির ইনস্টাগ্রাম