ছয় বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিলেন এই গায়িকা

নতুন অ্যালবাম রেনেসাঁ মুক্তি পাবে আগামী ২৯ জুলাই
ছবি: ইনস্টাগ্রাম

সেই কবে ২০১৬ সালে মুক্তি পেয়েছিল লেমোনেড। বিয়ন্সের সেই ষষ্ঠ অ্যালবামটি ব্যাপক ব্যবসায়িক সাফল্যের সঙ্গে পায় সমালোচকদের প্রশংসাও। এরপর আর অ্যালবাম প্রকাশ করেননি তিনি। তাঁর স্বামী জে-জেডের সঙ্গে কাজ করেছেন, নিজের লাইভ অ্যালবাম মুক্তি দিয়েছেন, সিনেমায় গেয়েছেন। কিন্তু ভক্তদের যেন মন ভরছিল না কিছুতেই। অবশেষে বহুল প্রতীক্ষিত সপ্তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিলেন বিয়ন্সে। গতকাল তিনি জানিয়েছেন, ছয় বছর পর তাঁর নতুন অ্যালবাম রেনেসাঁ মুক্তি পাবে আগামী ২৯ জুলাই। এএফপি জানিয়েছে, গায়িকার ওয়েবসাইট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।

নতুন অ্যালবামে বিয়ন্সের ১৬টি গান থাকবে
ছবি: ইনস্টাগ্রাম

নাম ও মুক্তির দিন–তারিখ ছাড়া আর কিছু অবশ্য জানাননি এই গায়িকা। বরাবরই নতুন কিছু দিয়ে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন তিনি। এই যেমন সর্বশেষ অ্যালবাম লেমোনেড-এর টিজার–ট্রেলার প্রকাশ করেছিলেন অ্যালবাম বাজারে আসার মাত্র এক সপ্তাহ আগে। তবে অ্যাপল মিউজিক জানিয়েছে, নতুন অ্যালবামে বিয়ন্সের ১৬টি গান থাকবে।

গত বছর হার্পার বাজার সাময়িকীকে প্রথম নতুন অ্যালবাম নিয়ে কাজ করার কথা জানান বিয়ন্সে
ছবি: ইনস্টাগ্রাম

গত বছর হার্পার বাজার সাময়িকীকে প্রথম নতুন অ্যালবাম নিয়ে কাজ করার কথা জানান বিয়ন্সে। তিনি বলেন, ‘গত বছরের স্বেচ্ছানির্বাসন ও সব অবিচারের পর আমি মনে করি, সবাই এখন আবার পালিয়ে যেতে, ঘুরতে, ভালোবাসতে ও হাসতে প্রস্তুত। আমি মনে করি, একটা রেনেসাঁ আসছে। যেভাবেই হোক, আমি এটার সঙ্গে থাকতে চাই।’ ওই সাক্ষাৎকারের মধ্যেই যে অ্যালবামের নাম রেনেসাঁ লুকিয়ে ছিল, সেটা তখন অবশ্য বোঝা যায়নি।

বিয়ন্সে
ছবি: সংগৃহীত

এরপর ৭ জুন হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রোফাইল ছবি মুছে দেন গায়িকা। তখনো অনেক ভক্ত অনুমান করেছিলেন, প্রিয় গায়িকার নতুন অ্যালবাম আসছে। ৯ দিন পর সে ধারণা সত্যি হলো।

আরও পড়ুন