জন্মদিনে দেখুন আঁখির ২০টি ছবি

কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত–অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই শিল্পী। জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া আয়োজনেই জন্মদিন পালন করেন তিনি। ফেসবুকে বেশ তৎপর এ শিল্পী। তাঁর ওয়াল থেকে নেওয়া কিছু ছবি দিয়ে আজ আবার জানি আঁখিকে নিয়ে কিছু তথ্য।

১ / ২০
আশির দশকে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসেন আঁখি আলমগীর।
২ / ২০
‘ভাত দে’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন, শুধু তা–ই নয়, অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
৩ / ২০
অভিনয় দিয়ে শুরু করলেও গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
৪ / ২০
১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। সেই থেকে শুরু, এখনো গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি।
৫ / ২০
তাঁর সমসাময়িক অনেকেই হারিয়ে গেলেও তিনি এখনো সংগীতাঙ্গনে নিয়মিত।
৬ / ২০
সংগীতশিল্পীর বাইরেও আঁখির আরেকটি পরিচয়—তিনি কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা
৭ / ২০
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দেন আঁখি। গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন সাহা।
৮ / ২০
এ গানের জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা ও শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর।
৯ / ২০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে আঁখি। তাঁর পুরো নাম মাশহুরা জাহান আঁখি হলেও সবাই তাঁকে আঁখি আলমগীর নামেই চেনেন।
১০ / ২০
দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার সময় ১৯৯৪ সালে প্রথম ‘বিদ্রোহী বধূ’ চলচ্চিত্রে প্লেব্যাক করেন আঁখি।
১১ / ২০
১৯৯৭ সালে তাঁর প্রথম গানের অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয়। পরের বছর তাঁর সাড়া জাগানো ‘বিষের কাঁটা’ অ্যালবামটিও প্রকাশিত হয়।
১২ / ২০
এই অ্যালবামের ‘বন্ধু আমার রসিয়া’ ও ‘পিরিতি বিষের কাঁটা’ গান দুটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
১৩ / ২০
১৯৯৬ সালে আলাউদ্দিন আলীর সুরে ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন আঁখি।
১৪ / ২০
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রেডিমেড কাপড়ের চেয়ে কাপড় কিনে ডিজাইন করে বানাতে পছন্দ করেন তিনি। বসে বসে নিজেই ড্রয়িং করেন। তার ৪০ ভাগ কেনা এবং ৬০ ভাগ তাঁর ডিজাইন করা।
১৫ / ২০
মেয়ে স্নেহার সঙ্গে মা আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত
১৬ / ২০
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে।
১৭ / ২০
লোকধাঁচের গানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। তাঁর মতে, এই ধাঁচের গানে আলাদা ভয়েস কোয়ালিটি লাগে।
১৮ / ২০
আঁখি আলমগীর মনে করেন, তাঁর কণ্ঠটা আধুনিক গানের জন্যই উপযুক্ত।
১৯ / ২০
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল ও অস্ট্রেলিয়ার অপেরা হাউস মিলনায়তনে গাওয়ার স্বপ্ন আছে তাঁর।
২০ / ২০
‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউস চালু করেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।