জন্মদিনের উপহার ‘মন ভালো’

দিলশাদ নাহার কনাছবি : সংগৃহীত

এই বৈশাখে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ‘মন ভালো’ শিরোনামের গানটি লিখেছেন শাহান কাবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। আজ ১৫ এপ্রিল এ কণ্ঠশিল্পীর জন্মদিন। শিল্পীর জন্মদিনের উপহার হিসেবে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন তাঁর সুরে গাওয়া কনার নতুন এই গান।

জন্মদিনের উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলশাদ নাহার কনা লিখেন, আজ আমার জন্মদিন। আমার জন্মদিনে বাপ্পা মজুমদার দা এ গান আমাকে উপহার হিসেবে দিয়েছেন। আমার আনন্দ প্রকাশের ভাষা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা।

‘মন ভালো’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক অ্যালবাম ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’-এর জন্য গানটি রেকর্ড করা হয়েছিল। দিলশাদ নাহার কনার কণ্ঠে গাওয়া ‘মন ভালো’ গানটি বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ করা হয়েছে।

দিলশাদ নাহার কনা
সংগৃহীত

এ প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘কনার গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্যিই দুর্দান্ত গেয়েছে কনা। তাঁকে শুভেচ্ছা-ভালোবাসা জানানোর জন্য পরিকল্পনা করেই কনার জন্মদিনে গানটি প্রকাশ করে হয়েছে।’

দিলশাদ নাহার কনা
সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রাপ্ত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার ১৯৮১ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন নিজের প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র গানটির মাধ্যমে। এরপর তিনি বসগিরি চলচ্চিত্রের ‘দিল দিল দিল’, পোড়ামন ২ চলচ্চিত্রের ‘ওহে শ্যাম’, এবং বিশ্বসুন্দরী চলচ্চিত্রের ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য তিনবার সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

দিলশাদ নাহার কনা
ছবি: সংগৃহীত

বাপ্পা মজুমদারের সুরে কনা প্রথম গেয়েছিলেন ‘দহন’ নাটকে শেখ রানার লেখা ‘চোখের জলে সূর্য প্রদীপ জ্বলে’ গানটি। এছাড়া একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র টাইটেল গানসহ কনার জন্য বেশ কয়েকটি গানের সুর করেন বাপ্পা মজুমদার। এবার এই কণ্ঠশিল্পীকে দেখা যাবে কোক স্টুডিওর বাংলার প্রথম সিজনে।