জয় বাংলা কনসার্ট নেই, চুম্বক অংশ ফেসবুকে

বিগত জয় বাংলা কনসাটের একটি দৃশ্য। সংগৃহীত

এ বছর হচ্ছে না ‘জয় বাংলা’ কনসার্ট। তবে বিগত বছরের কনসার্টগুলোর চুম্বক অংশ নিয়ে ফেসবুকে একটি অনুষ্ঠানের আয়োজন করবে জয় বাংলা কনসার্টের আয়োজক ইয়াং বাংলা। এ ছাড়া কনসার্টগুলোতে গান পরিবেশন করা ব্যান্ডদলগুলোকে নিয়ে থাকবে আলোচনা।

আজ ৭ মার্চ সকাল সাড়ে ৮টায় চ্যানেল টোয়েন্টিফোর ও রাত আটটায় গান বাংলায় থাকবে দুটি আলোচনা অনুষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গাওয়া দেশাত্মবোধক গানগুলো নিয়ে রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে থাকবে ১ ঘণ্টার একটি অনুষ্ঠান।

২০১৫ সাল থেকে নিয়মিত ৭ মার্চ বনানীর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা। মূলত মুক্তিযুদ্ধের সময়ে প্রচারিত দেশাত্মবোধক গানসহ উজ্জীবনী গান নিয়ে এই কনসার্ট তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলে। চলতি বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে কনসার্টটি আয়োজন করা হয়নি। আগামী বছর আরও বড় পরিসরে এর আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআরআই।