ঢাকার চলচ্চিত্রে শিল্পী নোবেলের অভিষেক

মাঈনুল আহসান নোবেল।প্রথম আলো

বাংলাদেশের সিনেমার গানে অভিষেক হলো নোবেলের। অনুদানের ছবি ‘মুখোশ’–এর টাইটেল গানে কণ্ঠ দিলেন এই সংগীততারকা। শুক্রবার রাতে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি। গানটি লিখেছেন আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। বড় পর্দায় গানটিতে অভিনয় করতে দেখা যাবে নোবেলকেই। এর আগে ভারতের কলকাতার সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’ ছবিতে ‘তোমার মনের ভেতর যাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন নোবেল।

মাঈনুল আহসান নোবেল।
ছবি : প্রথম আলো

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, সিনেমার গানে কণ্ঠ দেবেন নোবেল। এবার ব্যাটে–বলে মিলে যাওয়ায় ভীষণ খুশি তিনি। নোবেল বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম গানটি বুঝেশুনে গাইতে চেয়েছিলাম। এ জন্য অপেক্ষা করছিলাম।’ প্রথম দেশীয় সিনেমার গান, কেমন হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘গানটি গেয়ে খুশি আমি। চেয়েছিলাম, এমন গান দিয়েই আমার সিনেমায় অভিষেক হোক। গানের কথা ও সুর দারুণ হয়েছে। গানটি গেয়েও ভালো লেগেছে। আশা করছি, প্রকাশের পর গানটি মানুষের পছন্দ হবে। নিজে শোনার পর শান্তি শান্তি লাগছে, মানসিক তৃপ্তি পাচ্ছি।’

গানটি কোন ধরনের? জানতে চাইলে তিনি বলেন, ‘গানটিতে আমি দুভাবে কণ্ঠ দিয়েছি। একটি অংশে সেমিক্ল্যাসিক্যাল, আরেকটি অংশ পুরাই রক। বলতে পারেন, এক গানে দুটি আঙ্গিক। খুব মজা করে গেয়েছি।’

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, সিনেমার গানে কণ্ঠ দেবেন নোবেল
ছবি: ফেসবুক থেকে

গানের মান ভালো হলে অডিও গানের চেয়ে চলচ্চিত্রের গানে বেশি এগিয়ে থাকার সুযোগ আছে। কারণ, চলচ্চিত্রের গানের প্রচার বেশি হওয়ার সুযোগ থাকে বলে মনে করেন নোবেল। তাই এই গান নিয়ে দারুণ আশাবাদী তিনি। নোবেল বলেন, ‘চলচ্চিত্রের গানের প্রচার–প্রচারণা বেশি হয়। চলচ্চিত্রের গান বড় পর্দায় বাজে। জনপ্রিয় তারকারা গানে ঠোঁট মেলান। এতে অন্য গান থেকে চলচ্চিত্রের গান এগিয়ে থাকে। এ জন্য এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’

নোবেল গানটিতে শুধু কণ্ঠই দেননি, সিনেমায় তাঁকে গানটি গাইতে দেখাও যাবে। নোবেল বলেন, ‘বড় পর্দায় গানটিতে আমাকে রাখা হবে। এ জন্য আলাদা করে শুটিং হবে। এর আগে জেমস ভাই, বাচ্চু ভাইসহ বেশ কয়েকজন বড় সংগীততারকাকে তাঁদের গানের সঙ্গে বড় পর্দায় দেখা গেছে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে।’
এদিকে নোবেলের গাওয়া ‘অভিনয়’ গান নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি।

অনুদানের ছবি ‘মুখোশ’–এর টাইটেল গানে কণ্ঠ দিলেন নোবেল
ছবি: ফেসবুক

প্রকাশের পর দুই মাসে ইউটিউবে প্রায় পঁয়ষট্টি লাখবার দেখা হয়েছে গানটি। শিগগির আরেকটি নতুন গান নিয়ে আসছেন তিনি। নোবেল জানালেন, একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আহমেদ রিজভীর লেখা ও আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীত পরিচালনায় ‘মেহেরবান’ নামে একটি নতুন গান আসবে। তিনি বলেন, ‘এর মধ্যে “মেহেরবান” ও “সবকিছু ছেড়ে” শিরোনামে দুটি গানের প্রস্তুতি শেষ করেছি। তবে “মেহেরবান” গানটি আগে আসবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে গানটি।’