ঢাকায় তৈরি হচ্ছে ফয়সালের সিগনেচার গিটার

গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ
ছবি: সংগৃহীত

২২ বছর আগে জীবনের প্রথম ইলেকট্রনিক গিটার কিনেছিলেন আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ। দাম পড়েছিল ২৬ হাজার টাকা। দীর্ঘদিন ধরে টিফিনের পয়সা, যাতায়াতের খরচ, জমানো টাকা আর ঈদের সালামি জমিয়ে সেই গিটার কিনেছিলেন ফয়সাল। তাই উঠতি গিটারিস্টদের কষ্টটা তাঁর ভালোই জানা আছে। কম খরচে এসব তরুণ যাতে ইলেকট্রনিক গিটার কিনতে পারেন, সে জন্য ঢাকাতেই নিজস্ব ডিজাইনে গিটার তৈরির উদ্যোগ নিয়েছেন এই শিল্পী। এগুলো হবে ফয়সালের সিগনেচার গিটার।

সিগনেচার গিটার হচ্ছে বিশেষ এক ধরনের গিটার, তৈরি হয় বড় বড় গিটারিস্টদের রুচি–পছন্দের নকশা ও চাহিদা মোতাবেক। তৈরি করে দেয় গিবসন, ফেনডার, এপিফোন ও জ্যাকসনের মতো বড় বড় গিটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জো সাত্রিয়ানি, স্টিভ ভায়, জন পিত্রচ্চি, ডাইমব্যাগ, স্ল্যাশ, স্যানটানা সিরিজ সে রকম কিছু সিগনেচার গিটার। আর ঢাকায় তৈরি হচ্ছে ফয়সালের কেএফএ লুনাটিক সিরিজ। এই সিগনেচার সিরিজ গিটার তৈরি করছে বাদ্যযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেশি জোস কাস্টমস।

ফয়সাল বলেন, ‘আমাদের পূর্বসূরি আইয়ুব বাচ্চু, (ইব্রাহিম আহমেদ) কমল ভাইরা বাজিয়েছেন বলেই আমরা এই অঙ্গনে আসার সাহস করেছি। আমিও এমন কিছু করে যেতে চাই, যাতে আমার কাছ থেকে পরবর্তী প্রজন্ম কিছু একটা পায়। আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে গিটার কিনেছি। আমার ইচ্ছে ছিল অল্প দামে ইলেকট্রিক গিটার বানাব। এখন আমার সিগনেচারে ইলেকট্রিক গিটার আমার ছাত্র বা ভক্তরা কিনতে পারবে।’ তিনি বলেন, ‘একটা কনসার্টে নিজের সিগনেচার গিটারে বাজিয়েছিলাম। ব্যাপারটা জানাতেই ভক্তদের কাছ থেকে ভীষণ উৎসাহ পেয়েছি।’

ফয়সাল জানালেন, গিটার বানানোর সব রকম মাপ ও পদ্ধতি অনুসরণ করেই এগুলো তৈরি হচ্ছে। গিটারগুলো যেহেতু দেশে তৈরি হচ্ছে, তাই ওয়ারেন্টি সার্ভিস পাওয়া সহজ হবে। ফয়সালের সিগনেচারের নকশা কেমন হয়েছে? গিটারের ফ্রেটবোর্ডে চাঁদের বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। নামের সঙ্গে ‘লুনাটিক’ এবং ফ্রেডবোর্ডে চাঁদের অর্থ—এই গিটার সংগীতপাগল তরুণদের জন্য।

কেএফএ লুনাটিক সিরিজের এই গিটার দেশের বাজারে পাওয়া যাবে
ছবি: সংগৃহীত

লুনাটিক সিরিজের এই গিটার দেশের বাজারে পাওয়া যাবে। বেশি জোস কাস্টমসের মেসেঞ্জারে করা যাবে প্রি-অর্ডার। শিগগিরই এগুলো বিদেশেও রপ্তানি করা হবে। আর গিটার কিনলে ফয়সালের একটি মাস্টার ক্লাস করার সুযোগও পাওয়া যাবে। প্রতিটি গিটারের দাম রাখা হচ্ছে ২৭ হাজার টাকা।