তাপস-সানির গানের নাম 'লাভলি অ্যাকসিডেন্ট'

‘লাভলি অ্যাকসিডেন্ট’ গানের ভিডিওর শুটিংয়ে সানি ও তাপস। ছবি: ডাবু রতনানির সৌজন্যে
‘লাভলি অ্যাকসিডেন্ট’ গানের ভিডিওর শুটিংয়ে সানি ও তাপস। ছবি: ডাবু রতনানির সৌজন্যে

কিছুদিন আগে বিশেষ সূত্রের মাধ্যমে খবর পাওয়া গিয়েছিল, বাংলাদেশের সংগীতশিল্পী তাপসের গানের ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। গতকাল শুক্রবার এ খবরের সত্যতা জানা গেল। মুখ খুললেন তাপস ও সানি দুজনই। তাঁদের গানের নাম ‘লাভলি অ্যাকসিডেন্ট’। গানটি তৈরি করেছে ভারতীয় সংগীত পরিচালক প্রীতমের জ্যাম এইট।

গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগামী সপ্তাহেই ভারতের মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘লাভলি অ্যাকসিডেন্ট’ গানটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ২০ ডিসেম্বর এটি মুক্তি পেতে পারে। গতকাল এই গান নিয়ে কথা হচ্ছিল সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের স্ত্রী গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে। তিনি জানান, বেশ বড় বাজেটে বিশাল পরিসরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এই গানের ভিডিও পরিচালনা করেছেন সানি রজনী। গানটির ভিডিওতে সানি ও তাপসের সঙ্গে শতাধিক নৃত্যশিল্পীকেও দেখা যাবে।

গানের শুটিং শেষ করে এরই মধ্যে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন তাপস। গতকাল তাঁর সঙ্গে এই গানটি নিয়ে কথা হয়। জানতে চাওয়া হয়, হিন্দি গান গাওয়া নিয়ে কোনো সংশয় বা শঙ্কা ছিল কি না? জবাবে তিনি বলেন, ‘গান গাইতে গিয়ে আমার কোনো জড়তা হয়নি। প্রথমে ভাবছিলাম কীভাবে হবে কাজটা, হয়তো বেশ কয়েকবার মহড়া করা লাগবে। কিন্তু যখন কণ্ঠ দিতে গেলাম, তখন খুব সহজেই গানটা হয়ে যায়। স্টুডিওর সবাই খুব হেল্পফুল ছিল। এমনকি গানের ভিডিও শুটের সময়ও তেমন জড়তা বোধ করিনি।’

‘লাভলি অ্যাকসিডেন্ট’ গানটি নিয়ে সানির সঙ্গে কথা বলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। তাঁকে সানি জানান তাঁর অনুভূতি। সানি বলেন, ‘গানটি বেশ মজার ও সুন্দর। এতে আমরা আমাদের সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাপস খুবই প্রফেশনাল একজন শিল্পী। তাই আমাদের কাজের অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল।’

এই গানে সানি লিওনি শুধু একজন মডেলই নন। তিনি এই ভিডিওটির প্রযোজকও। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রযোজনা প্রতিষ্ঠান পুরো প্রকল্পটির প্রযোজনা করেছে। তাই ‘লাভলি অ্যাকসিডেন্ট’–এর প্রতিটি অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সানির স্বামী ড্যানিয়েলেরও। তিনি বলেন, ‘আমি তাপসের গান বাংলা চ্যানেলের “উইন্ড অব চেঞ্জ” অনুষ্ঠানটির নিয়মিত শ্রোতা। আমার খুব পছন্দের অনুষ্ঠান এটি। তাঁর সঙ্গেই এবার কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’