তাহসানের কণ্ঠে বন্ধুত্ব ও সচেতনতার গান

তাহসান খান। ছবি: সংগৃহীত

‘বন্ধুত্বের পতাকা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাহসান খান। তাঁর কথা ও সুরে জাপান–বাংলাদেশের দৃঢ় বন্ধুত্ব ও করোনা মহামারিতে সচেতনতা সৃষ্টি করতে এ প্রয়াস। সম্প্রতি জাপান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে গানটির সংগীতচিত্র।

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে সতর্কতার বার্তা রয়েছে ‘বন্ধুত্বের পতাকা’ গানে। মহামারি মোকাবিলায় বিশ্ব যেসব স্বাস্থ্যবিধি মেনে চলছে, সেসবও তুলে ধরা হয়েছে সংগীতচিত্রে। নতুন এ গান সম্পর্কে তাহসান খান বলেন, ‘জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণীয় করে রাখা এবং চলমান করোনা মহামারিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গানটি তৈরি করেছি। আশা করি গানটি দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে।’

তাহসান খান
ইনস্টাগ্রাম

সংগীতচিত্রের শুরুতেই এই গান ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে। তিনি বলেন, ‘খুব মন দিয়ে আমি গানের কথাগুলো শুনেছি। বাংলা ভাষায় তাহসান যে শব্দ ও কথায় গানটি সাজিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। করোনা মোকাবিলায় গানটি এখানকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।’

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বেশ কিছু নাটকের শুটিং বাতিল করেছেন এই শিল্পী। তবে আগে শুটিং করা তাঁর কিছু নাটক ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হতে পারে। এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতার বই অনুভূতির অভিধান।

উল্লেখ্য, ‘বন্ধুত্বের পতাকা’ গানটির সংগীতচিত্র নির্মিত হয়েছে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের উদ্যোগে।