দীর্ঘদিন পর শাওনের গানের ভিডিও

মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন

প্রায় ১০ বছর আগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের পাঁচটি গানের ভিডিও নির্মাণ করেছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ‘ভ্রমর কইয়ো গিয়া’ শিরোনামে সে সময় চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল গানগুলো। এরপর আর কোনো গান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। দীর্ঘদিন পর তাঁর কণ্ঠের ‘ইলশে গুঁড়ি’ শিরোনামের একটি গানের ভিডিও নির্মিত হলো। এতে মডেল হিসেবেও দেখা যাবে তাঁকে।

জুলফিকার রাসেলের লেখা গানটির সুর করেছেন ভারতের নচিকেতা চক্রবর্তী, সংগীত টুলাই দেবাশীষ গাঙ্গুলির। এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন শাওন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমার খুব পছন্দের একটি গান এটি। গত বছর চেন্নাইতে রেকর্ডিং করা হয়েছিল।’

শাওনের মতে, ‘ইলশে গুঁড়ি’ গানটি একটি ঘোরলাগা গান। তিনি বলেন, ‘গানটি শুনতে বসে অনেকই হয়তো প্রথমে একটা ঘোরের মধ্যে থাকবেন। আবারও কয়েকবার শুনতে ইচ্ছা করবে।’

গানের ভিডিওটি পরিচালনা করেছেন শরিফুল করিম শ্রাবণ। গত ফেব্রুয়ারি মাসে ঢাকার বিভিন্ন জায়গায় এর ভিডিও ধারণ হয়েছে। শাওন বলেন, ‘দীর্ঘদিন পর গানের ভিডিও করতে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে একটু অস্বস্তি লেগেছিল। এর আগে আমি যত কাজ করেছি নিজের কমফোর্ট জোনে থেকে করেছি। এই কাজটির শুটিং করতে গিয়ে ভিডিওটির পরিচালক আমার বন্ধু শ্রাবণের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি।’

২২ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ হওয়ার কথা আছে।