আজ দুই বাংলার শিল্পীরা মিলবেন ‘আগুন পাখির গানে’

আজ দুই বাংলার শিল্পীরা মিলবেন ‘আগুন পাখির গানে’সংগৃহীত

করোনাকালে অনেক কিছুই উঠে পড়েছে অনলাইনে। দর্শক–শ্রেতাদের চিৎকার, তালি আর হইরই ছাড়াই কনসার্টও বছরখানেক ধরে চলছে নেট দুনিয়ায়। মুদ্রার উল্টো পিঠে এর আবার কিছু ব্যতিক্রম অভিজ্ঞতাও মিলেছে। এই যেমন ধরুন ‘আগুন পাখির গান’ শিরোনামে অনলাইন কনসার্টে গাইবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। কনসার্টটি হবে জানুয়ারির আজ আর আর আগামীকাল বিকেল ৫টা ৩০ থেকে রাত ১০টায়। বাংলাদেশ থেকে গাইবেন ‘কে আর বাজাতে পারে’খ্যাত আহমেদ হাসান। ভারত থেকে থাকবেন অর্ক মুখার্জি, সাহানা বাজপেয়ি, সাত্যকি ব্যানার্জী ও তাঁর গানের দল বর্ণ অনন্য।

আজ দুই বাংলার শিল্পীরা মিলবেন ‘আগুন পাখির গানে’
সংগৃহীত

‘আগুন পাখির গান’ অনলাইন কনসার্টে তিনটি সমকালীন ব্যান্ড দল যেমন ‘অবান্তর’ ও ‘সুডোস অন আ রং রুট’স পরিচয় করিয়ে দেওয়া হবে। তরুণ শিল্পীদের ভেতর আছেন সাব্বির হাসান ও নবনীতা হৃদি। মূলত আড়ালে–আবডালে থাকা মৌলিক গানের শিল্পী আর দলকে তুলে ধরাই এ উদ্যোগের উদ্দেশ্য। তাঁদের জন্যই গাইবেন ঢাকা আর কলকাতার শিল্পীরা।

অনলাইন কনসার্টের টিকিট মূল্য ১০০ টাকা। কনসার্টে অর্জিত অর্থ নবীন শিল্পীদের গান রেকর্ড ও ভিডিও নির্মাণকাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে গুপী বাঘা প্রোডাকশন। এ উদ্যোগ সম্পর্কে আয়োজকদের একজন, নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন করে মৌলিক গান বানানোর সংস্কৃতি কমে এসেছে। রিমেক আর কভারের যুগে যাঁরা মৌলিক গান বানাচ্ছেন, তাঁদের আমি তুলে ধরতে চাই। এটা এ উদ্যোগের শুরু। প্রথম পর্ব। আমরা এ আয়োজন জারি রাখতে চাই। যে কেউ এ আইডিয়া নিয়ে এ রকম কিছু করতে পারে।’

আজ দুই বাংলার শিল্পীরা মিলবেন ‘আগুন পাখির গানে’
সংগৃহীত

অনলাইনে গান শোনার জন্য ১০০ টাকা দিয়ে টিকিট কিনতে হবে জানিয়ে আরিফুর রহমান বলেন, ‘এই টাকাটা শুভেচ্ছামূল্য। এই অর্থ এই নবীন, স্বাধীন ধারার শিল্পীদের গান তৈরি ও মিউজিক ফিল্ম নির্মাণে খরচ করা হবে। আমি নির্মাতা। তবে আমি গান শুনতে ভালোবাসি। এখনকার অনেক তরুণ “কভার সং” করছেন। হিট হচ্ছে। দুদিন থাকছে গানটা। তারপর ওই শিল্পীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে ওই শিল্পী বা ইন্ডাস্ট্রি—কেউ লাভবান হচ্ছেন না। যাঁরা মৌলিক গান করছেন, তাঁদের তুলে ধরা, তাঁদের পাশে থাকা জরুরি।’