দেশের গানই গাইলেন

ফেসবুকে শনিবার একটি ভিডিও শেয়ার করে সংগীতশিল্পী ফাহমিদা নবী জানান দিলেন, এই মুহূর্তে তিনি দেশের বাইরে আছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ‘পিরামিড অব দ্য সান’–এর সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পিরামিড দেখতে গিয়েছিলাম। সভ্যতার নিদর্শন দেখতে দেখতে মুগ্ধ হলাম আর গাইছিলাম নিজের দেশের গান…। একেই বলে মাটির টান।’
মেক্সিকো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে ‘পিরামিড অব দ্য সান’ এবং ‘পিরামিড অব দ্য মুন’। মিসরের পিরামিডের পর অনেকেই মেক্সিকোতে তা দেখতে যান। এবার সেখানেই গিয়েছিলেন ফাহমিদা নবী। সেখানে গিয়ে গাইলেন গানও। বারবার মনে করিয়ে দিলেন দেশের কথা। এমন একটি ভিডিও এই গায়িকা নিজেই শেয়ার করেছেন তাঁর ফেসবুক পোস্টে।

বাংলাদেশ থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যান ফাহমিদা নবী। সেখানকার নানা জায়গায় ঘোরাঘুরির বেশ কয়েকটি স্থিরচিত্র ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। লস অ্যাঞ্জেলেস থেকে এক আমন্ত্রণে মেক্সিকোতে যান বাংলাদেশের এই কণ্ঠশিল্পী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেখানকার বাংলাদেশ দূতাবাসের এক সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন তিনি। সেখান থেকে দেখতে যান পিরামিড। ভিডিওতে গান গাওয়ার আগে ফাহমিদা নবী বলেন, ‘আমি যে দেশেই যাই না কেন, নিজের দেশের গানই মনে আসে। আমি গেয়েই যাচ্ছি, এখন গাইছি ধন ধান্যে পুষ্পে ভরা...।’

বিদেশের মাটিতে থাকলেও আসন্ন রোজার ঈদে দুটি নতুন গান প্রকাশ করবেন ফাহমিদা নবী। যুক্তরাজ্যে একটি গানের ভিডিও চিত্রের শুটিংও করেছেন তিনি। গান দুটির একটির শিরোনাম আতিউর রহমানের লেখা ‘এমন কেন হয়’, অন্যটি মনজুরুল আলমের লেখা ‘আমি তোমার সমাধিতে এসেছি’। দুটি গানেরই সুর করেছেন ফাহমিদা নবী নিজে। তিনি বলেন, ‘“এমন কেন হয়” গানটির ভিডিও চিত্রের শুটিং লন্ডনে শেষ করেছি। এই গানের ভিডিও ডিরেকশন দিয়েছে আমার মেয়ে। এবারই প্রথম সে এই কাজ করেছে। মেয়ের ডিরেকশনে কাজ করতে গিয়ে অন্য রকম ভালো লাগা কাজ করেছে।’