নচিকেতার সুরে সামিনা চৌধুরীর প্রথম গান

বাংলাদেশের সামিনা চৌধুরী ও ভারতের নচিকেতা এর আগে অন্যের কথা ও সুরে এক গানে কণ্ঠ দিয়েছেন। এবার তাঁদের দুজনের আরেকটি নতুন গান প্রকাশিত হয়েছে। তবে এটি দ্বৈতকণ্ঠে নয়। গানটির সুর নচিকেতার, গেয়েছেন সামিনা চৌধুরী। ‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামের এই গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম। আজ বুধবার দুপুরে গানটি প্রকাশিত হয়েছে জুটি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। তা–ও বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ করা হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দুজনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও ওনার সুরে এটাই প্রথম। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

সামিনা চৌধুরী
ছবি: প্রথম আলো

‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামের এই গানের ভিডিওচিত্র তৈরি হয়েছে, যেখানে সামিনা চৌধুরীকে দেখা যাবে। গানটিতে সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‌‌‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি, আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’

নচিকেতা চক্রবর্তী
ছবি: ফেসবুক থেকে

এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করব। কারণ দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গান হলো। গানটি যে এতটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সুমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিল।’