নতুন এক শাফিন

শাফিন আহমেদ
সংগৃহীত

দর্শকসারি থেকে মঞ্চে পাওয়া গেল এক নতুন শাফিন আহমেদকে। সেই ‘শাফিন আহমেদ: ভয়েস অব মাইলস’, মাতাচ্ছে দেশের নানা প্রান্তের মঞ্চ। স্টুডিওতে তৈরি হচ্ছে নিজের নতুন গান, তরুণদের যুক্ত করছেন নতুন গানে। এ যেন শিল্পী শাফিন আহমেদের অন্যরকম এক নবজাগরণ।

গত কয়েক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি কনসার্টে গান করেছেন শাফিন আহমেদ। ‘শাফিন আহমেদ: ভয়েস অব মাইলস’ নামে নিজস্ব যন্ত্রশিল্পীদের নিয়ে এসব কনসার্টে তাঁর পরিবেশনা উপভোগ করেছেন দেশের হাজার হাজার মানুষ। দেশের বাইরে গাইতে যেতে এখন কেমন লাগে? জানতে চাইলে এই শিল্পী প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো লাগে। দীর্ঘদিন সবাইকে সমান অধিকার দিতে গিয়ে নিজেকে দাবিয়ে রেখেছি। এখন কোনো পিছুটান ছাড়াই মিউজিক করতে পারছি বলে ভালো লাগছে। এই যে গত কয়েক মাস দেশের বহু জায়গায় গাইলাম‌, এটা আমার প্রতি মানুষের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে।’

অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। বাংলাদেশ থেকে সেখানে গাইতে যাচ্ছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল শিরোনামে এ মেলায় শাফিন আহমেদ ছাড়াও গান করবেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের শিল্পীরা। মেলবোর্নের বিরারুং মার পার্কে দিনব্যাপী এ বৈশাখী মেলার আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ। ঈদের পরই এ উৎসবে যাত্রা করবেন শাফিন আহমেদ।

শাফিন আহমেদ
ছবি : সাবিনা ইয়াসমিন

মেলবোর্নের কনসার্ট শেষে এক সপ্তাহ পর দেশে ফিরবেন শাফিন। বৈশাখে মুক্তি পেয়েছে শাফিনের গাওয়া নতুন গান ‘নাচো বাংলাদেশ’। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে গানটি। এ ছাড়া নতুন কিছু গান ও নিজের রেকর্ড লেবেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। এ ছাড়া তরুণ শিল্পীদের জন্য নিয়মিত গানও করছেন তিনি।