নাচের মানুষ শিবলী-নীপা গাইলেন গান

শিবলী মোহাম্মাদ ও শামীম আরা নীপা

ঈদে গান করেছেন নৃত্যশিল্পী জুটি শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। নাচের এ দুই তারকার গানের একটি ভিডিও দেখা যাবে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলায়। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিবলী মহম্মদ।
প্রতিবছর ঈদের বিশেষ আনন্দমেলায় নৃত্যশিল্পী শিবলী ও নীপাকে নাচ করতে দেখা যায়। এ বছর করোনা মহামারির কারণে সতর্কতা ও সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে তাঁরা নাচ করতে রাজি হননি।

গান করার পরিকল্পনা প্রসঙ্গে শিবলী মহম্মদ বলেন, ‘বিটিভি থেকে আমাদের নাচ করতেই বলেছিল। কিন্তু এখন অনেক শিল্পী নিয়ে নাচ করা ঠিক হবে না। ঝুঁকিটা নিতে চাইলাম না। তাদের বলেছিলাম, এবার আর না। কিন্তু প্রযোজক মাহফুজা আকতার ছাড়তেই চাইলেন না। বললেন, আপনারা ঈদ আনন্দমেলার সর্বোচ্চসংখ্যক অনুষ্ঠানের শিল্পী, আপনারা না থাকলে চলবে না। কিছু একটা আপনাদের করতেই হবে। তিনিই প্রস্তাব দিলেন যে, দুজনে একটা গান করেন।’

সাদি মহম্মদ ও শিবলী মোহাম্মদ

শিবলী-নীপা গেয়েছেন ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’ গানটি। টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে একটি পাঁচতারকা হোটেলে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। শিবলী বলেন, ‘তাদের প্রস্তাব শুনে শুরুতে আমি হেসেছিলাম। পরে বললাম, আমার ভাই সাদি মহম্মদ যদি অভয় দেন, তাহলে করব। সাদি ভাইয়ের সংগীত পরিচালনায় আমি আর নীপা গানটি করলাম। তিনি আমাদের রীতিমতো অনুশীলন করিয়েছেন। গতকাল সোমবার গানটির রেকর্ডিং করা হলো। খুব যত্ন করে রেকর্ডিংটা করলেন, দেখে ভালো লাগল। গানটা করেও খুব আনন্দ পেয়েছি। আমার মনে হয় দর্শক এবং আমাদের ভক্তদেরও খুব ভালো লাগবে।’

শিবলী ও নীপা দুজনের পরিবারেই সংগীতচর্চা করা হয়। শিবলী মহম্মদের বড় ভাই সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের শিল্পী ও শিক্ষক। অন্যদিকে শামীর আরা নীপার বড় বোন মানসুরা বেগমও রবীন্দ্রসংগীতশিল্পী। তা ছাড়া এবারই প্রথম নয়, কয়েক বছর আগেও একবার গান করেছিলেন শিবলী। পরে আবারও কি গান করবেন? জানতে চাইলে শিবলী বলেন, ‘নাচ আমাদের রক্তে মিশে আছে। সেটাই আমরা করে যেতে চাই। গান করলাম আনন্দের জন্য। যেহেতু অনুষ্ঠানটাই আনন্দমেলা। গানের ভিডিওতে নাচের অভিজ্ঞতা কাজে লেগেছে। গানের কথার সঙ্গে মিল রেখে অভিব্যক্তি প্রকাশ করতে হয়েছে। আমি আর নীপা তো নৃত্যনাট্যেও নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করি। গানটা দর্শকদের আনন্দ দেবে।’

শামীম আরা নীপা। ছবি: প্রথম আলো

নাচের অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে শামীম আরা নীপা বলেন, ‘আমরা বড় দল নিয়ে কাজ করি। অনেক খাটুনির কাজ এসব। মহড়া করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয়, সেটা আমাদের ভালো লাগবে না। সে কারণে এবার আর নাচ করলাম না।’

শিবলী মহম্মদ। ছবি: প্রথম আলো

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে দেখানো হবে ঈদ আনন্দমেলা। সেখানে শিবলী-নীপার গানের পাশাপাশি থাকবে তাঁদের একটি সাক্ষাৎকারও। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দুই চলচ্চিত্র তারকা ফেরদৌস ও পূর্ণিমা।