ন্যান্‌সি গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনদের ১০টি গান

ন্যান্‌সিছবি: ফেসবুক থেকে

১০টি জনপ্রিয় বাংলা গান এবার শোনা যাবে নতুন কণ্ঠে, নতুন আয়োজনে। এই সময়ের কণ্ঠশিল্পী ন্যানসি গাইবেন শাহনাজ রহমাতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনের গাওয়া জনপ্রিয় সব গান। মূল সুর ঠিক রেখে গানগুলো নতুন করে সংগীত করছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে কিছু গান চূড়ান্ত হয়েছে। বাকিগুলো বাছাই চলছে।
সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘জীবন নৌকা’ ছবির ‘তুমি তো এখন আমারই কথা ভাবছ’ গানটিতে ইতিমধ্যে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।

নাজমুন মুনিরা ন্যান্‌সি
ছবি: ফেসবুক থেকে

‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’সহ বাকি গানগুলোতে পর্যায়ক্রমে কণ্ঠ দেবেন এই সংগীতশিল্পী। গানগুলো অ্যাকুইস্টিকে রেকর্ড করা হবে। ন্যানসি বলেন, ‘শৈশবে এসব জনপ্রিয় গান শুনে বড় হয়েছি। অনেক অনুষ্ঠানে গেয়েছিও। আমি ভাগ্যবান যে রুনা আপা, সাবিনা আপাদের গাওয়া এসব গান নিজের কণ্ঠে ধারণ করার সুযোগ পাচ্ছি।’
জ্যেষ্ঠ শিল্পীদের গান গাইতে কোনো ভয় করেছে কি না, জানতে চাইলে এই সংগীতশিল্পী বলেন, ‘মৌলিক গান গাওয়ার সময় কোনো সমস্যা হয় না। কিন্তু রুনা আপা, সাবিনা আপার কণ্ঠে গাওয়া এসব গান গাইতে গিয়ে বেশ ভয় পাচ্ছি।

শ্রোতাদের কাছে আগেই গানগুলো জনপ্রিয়। নতুন করে আমার কণ্ঠে তাদের কতটুকু ভালো লাগবে, সেটা নিয়ে ভাবছি।’

ন্যান্‌সি
ছবি:সংগৃহীত

গানগুলো নতুন করে গাওয়ার এ উদ্যোগ নিয়েছে অনুপম মিউজিক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে চারটি গানের রেকর্ড হবে। এরপর পর্যায়ক্রমে বাকি গানগুলো ধারণ করা হবে। সব কটি গানের ভিডিও নির্মাণ করা হবে।
চলচ্চিত্রের গান দিয়েই ২০০৬ সালে উত্থান হয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির। ‘হৃদয়ের কথা’ সিনেমার ‘পৃথিবীর যত সুখ’ গানটির পর তাঁর শুধু এগিয়ে যাওয়ার গল্প। চলচ্চিত্র, বিজ্ঞাপনের গান, আধুনিক—সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন ন্যানসি। চলচ্চিত্রে তাঁর গাওয়া ‘হৃদয়ের কথা’, ‘পৃথিবীর যত সুখ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘বাহির বলে দূরে থাকুক’, ‘দুই দিকে বসবাস’, ‘জ্বলে জ্বলে জোনাকি’, ‘পাগল তোর জন্য রে’, ‘আমি তোমার মনের ভেতর’ ও ‘এত দিন কোথায় ছিলে’ জনপ্রিয়তা পেয়েছে।

রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
সংগৃহীত

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমার ‘দুই দিকে বসবাস’ গানে কণ্ঠ দিয়ে ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ন্যানসি। তাঁর উল্লেখযোগ্য আধুনিক গানের অ্যালবামগুলো হলো ‘ভালোবাসা অধরা’, ‘রঙ’, ‘মায়াবী আকাশ নীল’, ‘ভালোবাসো বলে’, ‘শুনতে চাই তোমায়’ ও ‘ঝগড়ার গান’।