স্টুডিও থেকে পালাতে চেয়েছিলেন ফেরদৌস

‘তুমি কাছে এলে, আলতো ছুঁয়ে দিলে’ শিরোনামের গানটি ধারণ করা হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতেছবি:সংগৃহীত

সংগীতশিল্পী কনা একসময় নাটকে অভিনয় করতেন। এবার হঠাৎ করেই চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন এই শিল্পী। তাহলে কি বড় পর্দায় অভিনয়ের ইঙ্গিত দিচ্ছেন কনা? খোঁজ নিয়ে জানা গেল, না, ঘটনা অন্য। একটি বিশেষ অনুষ্ঠানের জন্য নতুন একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন দুই অঙ্গনের এই দুই তারকা। ‘তুমি কাছে এলে, আলতো ছুঁয়ে দিলে’ শিরোনামের গানটি ধারণ করা হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে।

‘তুমি কাছে এলে, আলতো ছুঁয়ে দিলে’ শিরোনামের গানটি ধারণ করা হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে
ছবি:সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’–এর অনুষ্ঠানে বাজানো হবে গানটি। ওইদিন নিজের গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ফেরদৌস নিজেই।
ফেরদৌস জানান, চ্যালেন আইয়ের বিশেষ এই অনুষ্ঠানে একটু ভিন্নতা আনতেই তাঁকে গাইতে হয়েছে। তিনি নাকি জানতেনই না যে তাঁকে কনার সঙ্গে এই গানে কণ্ঠ দিতে হবে। এর আগে কখনোই এ ধরনের অভিজ্ঞতা হয়নি তাঁর। জানালেন কনার অনুরোধে স্টুডিওতে গিয়েছিলেন তিনি। কথা ছিল কনার গানের মধ্যে আবৃত্তির মতো করে কয়েকটি লাইনে কণ্ঠ দিতে হবে তাঁকে।

কিন্ত গিয়ে দেখেন নতুন গান, কনার সঙ্গে একেবারে ভাগাভাগি করে গাইতে হবে গানটি। ফেরদৌস বলেন, ‘এমন অবস্থা দেখে ভড়কে গিয়েছিলাম। কারণ, আমি আগে কখনো গাইনি। মনে মনে ঠিক করেছিলাম পালাব। পরে চ্যালেঞ্জ নিয়ে গানটি করেছি।’

চিত্রনায়ক ফেরদৌস
ছবি:ফেসবুক

ফেরদৌস আরও বলেন, ‘গানটি গাইতে গিয়ে মনে হয়েছিল আরেকটু প্রস্তুতি নিয়ে, অনুশীলন করে কণ্ঠ দিতে পারলে আরও ভালো করা যেত। আমার কাছে মনে হয়েছে শিল্পাঙ্গনে সবচেয়ে কঠিন কাজ গান করা। এটি সাধনার কাজ। তবে খুব যে খারাপ হয়েছে, তা বলা যাবে না। গানটি গাওয়ার পর কনা ও গানটির সুরকার ইমরান দুজনই প্রশংসা করেছেন। আমার কণ্ঠে গানটি শুনে অবাক হয়ে বউও প্রশংসা করেছে!’

চিত্রনায়ক ফেরদৌস
ছবি:ফেসবুক

আজ বুধবার ফেরদৌসের ১৬তম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে নিজের কণ্ঠে গাওয়া এই গান বউকে উপহার দিয়েছেন বলেন জানালেন এই নায়ক। তিনি বলেন, ‘এমন একটি দিনে আমার গাওয়া গানটি বউকে শুনিয়েছি। খুব খুশি হয়েছে সে। এই গান তাঁকে বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছি।’
এর আগে ফেরদৌসের সঙ্গে মঞ্চে কয়েকটি কাজের অভিজ্ঞতা আছে কনার। এর বাইরে ‘জাগো’ সিনেমায় কনা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘ঝুম ঝুম বৃষ্টি’ গানটির সঙ্গে ফেরদৌস ও বিন্দু অভিনয় করেছিলেন। এবার তাঁরা দুজন গাইলেন।

চিত্রনায়ক ফেরদৌস
ছবি:ফেসবুক

গানটির আরেক শিল্পী কনা বলেন, ‘ফেরদৌস ভাই পেশাদার কণ্ঠশিল্পী নন। তারপরও খারাপ গাননি। প্রত্যাশার চেয়ে ভালো করেছেন।’ গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।