বলিউডের অন্তরার সঙ্গে রিজভীর দ্বৈত গান

রিজভী ওয়াহিদ ও অন্তরা মিত্র

কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’ প্রকাশ পায় ২০১২ সালে। সেখানে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতার সঙ্গে রিজভীর গাওয়া ‘চোখেরই পলকে’ ও ‘যদি তুমি’ গান দুটি বেশ জনপ্রিয় হয়েছিল। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের গান এবং গানের ভিডিও চিত্রগুলোতে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন এই গায়ক। এবার রিজভী বলিউডের জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্রের সঙ্গে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।

রিজভী ওয়াহিদ ও অন্তরা মিত্র

‘চলে আয়’ শিরোনামের এ গানটি লিখেছেন ঋতম সেন। সুর ও সংগীতায়োজন করেছেন ডাব্বু। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে গানটি। অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনের চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান। এতে রিজভী ওয়াহিদের সঙ্গে মডেল হয়েছেন ভারতীয় মডেল, ডান্সার ও কোরিওগ্রাফার মানজাংকা জিনি ডি।

গায়ক রিজভী বলেন, ‘ভালোবাসা যত দূরে নিয়ে যাবে, যাবি কি তুই/ তোরই চোখে প্রেমের ঝোঁকে আমায় খুঁজে, পাবি কি তুই’—এমন কথার গানটি রোমান্টিক ঘরনার।

গান রেকর্ডিং এর ফাঁকে একসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল, শুভমিতা ও রিজভী ওয়াহিদ
ফাইল ছবি

রিজভী ওয়াহিদ বলেন, ‘অন্তরা মিত্র আমার পছন্দের শিল্পীদের একজন। বলিউডের জনপ্রিয় একজন তারকা শিল্পী তিনি। বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মনও জয় করেছেন। তাঁর সঙ্গে কাজ করার পরিকল্পনা দীর্ঘদিনের। এবার গানটি চূড়ান্ত করে ফেললাম। তিনি খুব সুন্দর গেয়েছেন। গানের গল্পের সঙ্গে মিল রেখেই ভিডিওটি বানানো হয়েছে। আশা করছি, আমার অন্য গানগুলোর মতো এটিও শ্রোতারা গ্রহণ করবেন।’

ঈদ সামনে রেখে আজ ৭ মে শুক্রবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

শাহরুখ খানের ‘দিলওয়ালে’ সিনেমায় কাজলের ঠোঁটে অন্তরার গাওয়া ‘গেরুয়া’ ও ‘জানাম জানাম’ গান দুটো বেশ সাড়া জাগায়।

প্রসঙ্গত, অন্তরা মিত্রের বাবা একজন সংগীতশিক্ষক। ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই ‘ইন্ডিয়ান আইডল’–এ নাম লেখান অন্তরা মিত্র। সেখান থেকেই তাঁর পথচলা শুরু। গলার মিষ্টি আওয়াজের সুবাদে ইন্ডিয়ান আইডলে প্রশংসা কুড়িয়েছিলেন এই তরুণ শিল্পী। কিন্তু ভোটের লড়াইয়ে টিকে থাকতে পারেননি। শেষ করেছিলেন পঞ্চম স্থানে থেকে। যদিও প্রতিভার প্রতিদান তিনি ইন্ডিয়ান আইডল থেকে বের হওয়ার পর থেকেই পাওয়া শুরু করেন। ২০০৯ সালে ‘লাইফ পার্টনার’ সিনেমায় শানের সঙ্গে তিনি গেয়েছিলেন ‘কুকে কুকে’। ২০১০ রাজনীতি সিনেমায় মোহিত চৌহানের সঙ্গে ‘ভিগি সি ভাগি সি’ অন্তরাকে বলিউডে শক্ত জায়গা করে দেয়। ২০১৩ সালে তাঁর গাওয়া ‘শাড়িকে ফল সা...কাভি ম্যাচ কিয়া রে’ সুপারহিট হয়।

শাহরুখ খানের ‘দিলওয়ালে’ সিনেমায় কাজলের ঠোঁটে অন্তরার গাওয়া ‘গেরুয়া’ ও ‘জানাম জানাম’ গান দুটো বেশ সাড়া জাগায়। অন্তরা আজহার, জাব উই মেট, দিল তো বাচ্চা হ্যায়, গোলমাল থ্রি, ১৯২০, অ্যাকশন রিপ্লের মতো জনপ্রিয় ছবিতে গেয়েছেন। এ ছাড়া একাধিক ভাষায় গেয়েছেন হিন্দি, উর্দু, বাংলা ও ইংরেজিতে।

রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’ প্রকাশ পায় ২০১২ সালে

এর আগে প্রয়াত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছিলেন রিজভী। আহমেদ ইমতিয়াজের মৃত্যুর কয়েক দিন আগে তৈরি করা দুটি গানে কণ্ঠ দেন সিঁথি সাহা ও রিজভী। গান দুটি হলো ‘পাখি’ এবং ‘ও হাওয়া’। দুটি গানই লিখেছেন বুলবুল। সুর-সংগীতও করেন তিনি। গত বছর তিনি দিলশাদ নাহার কনার সঙ্গে গেয়েছেন ‘গাঙচিল মন’ শিরোনামের একটি গান।