‘বলিউডের সিনেমা নয়, মিউজিক ভিডিওতে গান করেছি’

হাতিল নিবেদিত প্রথম আলোর অনলাইনে ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে সংগীতশিল্পী ইমরান ও উপস্থাপিক দিলারা হানিফ পূর্ণিমাপ্রথম আলো

বলিউডে একটি মিউজিক ভিডিওতে গান করেছিলেন সংগীতশিল্পী ইমরান। অনেকেই মনে করেছেন, বলিউড সিনেমায় তিনি গেয়েছেন। এবার প্রথম আলোর আয়োজন ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে ইমরান পরিষ্কার করলেন বিষয়টি।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘বলিউডের সিনেমায় নয়, একটা মিউজিক ভিডিওর জন্য আমি গান করেছি। বলিউডের একটা প্রতিষ্ঠান ভেনাস। সেই প্রতিষ্ঠানের জন্য আমি গান করেছি। আমি ২০১৪ সালে একটা গান করেছিলাম। ওটা মিউজিক ভিডিও আকারে তৈরি হয়েছিল। বলিউডের নামী প্রতিষ্ঠান থেকে মিউজিক ভিডিওসহ আমার কিছু হিন্দি গান আসছে। সেগুলোর জন্য খুব তাড়াতাড়ি আমি শুটিংয়েও যাব। গান তৈরি। শুধু শুটিং বাকি।’

কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল
প্রথম আলো

এই কথার সূত্র ধরে দুটো গানও গেয়ে শোনান ইমরান। এই আয়োজনের উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমা। তাঁর অতিথি হয়ে ইমরান জানান দেশের বাইরে তাঁর গান করার পরিধি। ইমরান বলেন, ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, এসকে মুভিজ ও সুরিন্দর ফিল্মস—এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করেছি। “নূর জাহান”, “প্রেম আমার টু”সহ বেশ কিছু ছবিতে গান করেছি। বর্তমানে বেশ কিছু কাজ করছি তাদের সঙ্গে। বাংলাদেশ থেকে যখন ওপার বাংলার জন্য গান করি, তখন খুবই ভালো লাগে।’

‘বড় মঞ্চের তারকা’য় দিলারা হানিফ পূর্ণিমা
ছবি: প্রথম আলো

উপস্থাপক পূর্ণিমা জানতে চান, ভারতের এসব প্রতিষ্ঠানে ইমরানের গান গাওয়ার অভিজ্ঞতা। উত্তরে ইমরান বলেন, ‘খুবই ভালো। ভারতে আমাদের গাওয়া বাংলা গান বেশ জনপ্রিয়। আমাদের তারা পৃষ্ঠপোষকতা করছে, এটা আমার জন্য খুবই আনন্দের।’
পূর্ণিমা বলেন, ‘চিত্রনায়ক জিৎ তোমাকে প্রায়ই ফোন করে...’ প্রশ্ন শেষ হওয়ার আগেই ইমরান বলেন, ‘দাদার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।

যেকোনো নতুন সিনেমায় কাজ করার আগে তাঁর সঙ্গে আমার কথা হয়। আমি তাঁকে গান পাঠাই। তিনি আমাকে গান পাঠান। দাদার “সুলতান” সিনেমায় আমার গান ছিল। তার পর থেকে দাদার সঙ্গে অনেকগুলো গান নিয়ে কথা হয়ে আছে। আশা করি, সেগুলোও হবে।’

ইমরান মাহমুদুল
সংগৃহীত

দেশের তারকাদের নিয়ে প্রথম আলোর এই আয়োজন ‘বড় মঞ্চের তারকা’। হাতিল নিবেদিত এই অনুষ্ঠান প্রথম আলো অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলারা হানিফ পূর্ণিমা।