বাউল সুকুমারের কী হবে আর মিথ্যে বলে

সম্প্রতি গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন বাউল সুকুমার
ছবি: প্রথম আলো

নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন বাউল সুকুমার। গানের শিরোনাম ‘কী হবে আর মিথ্যে বলে তোমারে ভোলাইয়া’। আসাদ সরকারের কথা ও সুরে গানটি নিয়ে আসছে ইউটিউব চ্যানেল গাঁও গেরাম। ‘বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে’ গানটি গেয়ে ভাইরাল হওয়া এই বাউলের ইতিমধ্যে ডজনখানেক গান প্রকাশিত হয়েছে।
নতুন বছর উপলক্ষে এই একটি গানই প্রকাশিত হচ্ছে তাঁর। গানটি আগের গানগুলো থেকে ভিন্ন। সম্প্রতি গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন বাউল সুকুমার। সেখানে দেখা যায়, পাঁচজন নারী শিল্পীকে বসে গান শোনাচ্ছেন তিনি। ওই পাঁচজন নারী কণ্ঠশিল্পী গাঁও গেরামের শিল্পী। গাঁও গেরাম মূলত পাঁচজন প্রতিশ্রুতিশীল নারী কণ্ঠশিল্পীদের একটি দল, যারা লোকগান নিয়ে কাজ করে। ইতিমধ্যে ১৭টি মৌলিক গান প্রকাশ করে দর্শকের কাছে বেশ পরিচিত গাঁও গেরাম গানের দলটি। বাউল সুকুমার বলেন, ‘গানটি গাঁও গেরামের উদ্দেশে গাওয়া। মেয়েদের এই দলের উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। তাঁরা সবাই বলতে গেলে আমার এলাকার। গানটি আমি তাদের ধরে ধরে শিখিয়েছি। ওদের কণ্ঠেও গানটি প্রকাশিত হবে। আমার বিশ্বাস, এ গানও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

গানটির ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন আশিক রিমেল ও আজিজুন মীম। গানের কথার সঙ্গে সংগতি রেখে ছোট্ট একটি ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। গানের কথা ও সুরের পাশাপাশি ভিডিওর গল্পও সাজিয়েছেন আসাদ সরকার। নতুন বছর উপলক্ষে আগামী ১ জানুয়ারি প্রকাশিত হবে গানটি।

বাউল সুকুমার বৈরাগী
ছবি সংগৃহীত।

‘বলব না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে’ গানটি অনলাইনে প্রকাশিত হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তা পান সুকুমার বাউল। নিজের গ্রামে তিনি বাউল সুকুমার বৈরাগী নামে অধিক পরিচিত হলেও দেশের মানুষের কাছে তিনি সুকুমার বাউল নামে পরিচিতি পেতে শুরু করেন। বগুড়া জেলার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামে থাকেন বাউল সুকুমার বৈরাগী। তাঁর জন্ম ১৯৫৬ সালে বৈরাগী বৈষ্ণব পরিবারে। বাল্যকালে পরিবার থেকেই গানের চর্চার শুরু। তাঁর দাদা প্রভু বৈরাগীর সঙ্গে তিনি গ্রামে গ্রামে গান করতেন। দাদার সঙ্গেই গ্রামে বিভিন্ন জায়গায় গান শুনতে যেতেন। এভাবে গানের প্রতি তাঁর ভালোবাসা জন্ম নেয়।

গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন বাউল সুকুমার
ছবি: প্রথম আলো