‘বুক চিন চিন’–এর পর এবার ‘সোনা বন্ধুরে’

‘বুক চিন চিন’ গানটি নতুন করে গেয়ে ভাইরাল হন তরুণ গায়ক জাহেদ পারভেজ পাবেল
ছবি : সংগৃহীত

গান গাইছেন এক দশক। প্রকাশিত হয়েছে গোটা পঁচিশেক গান। কিন্তু কোনো গানই তাঁকে আলোচনায় আনতে পারেনি। এ বছরের শুরুতে ‘বাস্তব’ সিনেমার ‘বুক চিন চিন’ গানটি ‘শিল্পী’ নাটকের জন্য নতুন করে গেয়ে রীতিমতো ভাইরাল জাহেদ পারভেজ পাবেল। পুরুষ ও নারী কণ্ঠে গাওয়া পাবেলের এই গানটি প্রকাশের পর চট্টগ্রামের গান পাগল তরুণকে ভীষণ আলোচনায় নিয়ে আসে। ছয় মাসের মাথায় আরেকটি নতুন গান নিয়ে হাজির হলেন পাবেল। এবার আর কভার নয়, মৌলিক গান। ঈদুল আজহার পরদিন ‘সোনা বন্ধুরে’ শিরোনামের গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।

‘সোনা বন্ধুরে’ গানের ভিডিওচিত্রের শুটিংয়ে গায়ক পাবেলের সেলফিতে মডেল হামজা ও শাকিলা
ছবি : সংগৃহীত

রিদমিক ধাঁচের এই গানের কথা লিখেছেন নাসিফ ও জুয়েল। সংগীতায়োজন করেছেন আদিব কবির। পাবেলের সঙ্গে গানটিতে মডেল হয়েছেন হামজা ও শাকিলা। রাজ বিশ্বাসের পরিচালনায় ঢাকার অদূরে কেরানীগঞ্জে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।
পাবেল বলেন, ‘গানটি প্রকাশিত হয়েছে মাত্র ৪ দিন। এর মধ্যেই দারুণ সাড়া পেয়েছি। গানটি নিয়ে প্রচুর টিকটক হচ্ছে। মুক্তির আগে যেমনটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি সাড়া মিলেছে। ইন্টারেস্টিং সব ভিডিও ক্লিপ পাচ্ছি। দর্শক-শ্রোতার কাছ থেকে এমন প্রতিক্রিয়ায় নতুন কাজের অনুপ্রেরণা আসে।’

‘বুক চিন চিন’–এর পর এবার পাবেল গেয়েছেন ‘সোনা বন্ধুরে’ গানটি
ছবি : সংগৃহীত

পাবেলের পরিবারের কেউ গান করেন না। দশম শ্রেণিতে পড়াকালীন হাবিব ওয়াহিদের গান শুনে গানের প্রতি ভালো লাগা। ক্লাস শেষে বন্ধুবান্ধব যখন আড্ডা ও খেলাধুলায় ব্যস্ত থাকত, পাবেল করতেন গানের চর্চা। ১০ বছর আগে পেশাদার শিল্পী হিসেবে গাইতে ঢাকায় আসেন। এখনো ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়ার মধ্যে আছেন। এরই মধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে এখন পুরোপুরি গান নিয়ে ব্যস্ত। তাঁকে উৎসাহ দিয়েছেন তাঁর মা ও মেজ ভাই।

‘সোনা বন্ধুরে’ গানের ভিডিওচিত্রের শুটিংয়ে গায়ক পাবেলের (ডানে) সঙ্গে মডেল হামজা ও শাকিলা (মাঝে)
ছবি : সংগৃহীত

এফ আই মানিকের ‘ফুল নেবো না অশ্রু নেবো’ ছবিতে এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও বিপ্লবের গাওয়া ‘বিধি তুমি বলে দাও’ আর বদিউল আলম খোকনের ‘বাস্তব’ সিনেমায় এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনীর গাওয়া ‘বুক চিন চিন করছে’ গান দুটি বছরের শুরুতে ‘শিল্পী’ নাটকে নতুনভাবে ব্যবহার করা হয়। পুরুষ কণ্ঠের পাশাপাশি নারী কণ্ঠে এই গান দুটি গেয়ে আলোচিত পাবেল। আগেও একাধিক নাটকের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এসব নাটকের মধ্যে ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’, ‘মি. পরিবর্তনশীল’, ‘ইনসিকিউরিটি’, ‘সাইড ইফেক্ট’ উল্লেখযোগ্য। নাটকগুলোর পরিচালক মহিদুল মহিম। আর গানগুলোর সুর ও সংগীত পরিচালক আভরাল সাহির।