ব্যান্ড ফেস্টে রুপালি গিটার পদক

আইয়ুব বাচ্চু।  ছবি: প্রথম আলো
আইয়ুব বাচ্চু। ছবি: প্রথম আলো

বছর ঘুরে আবার শুরু হচ্ছে দেশের ব্যান্ড সংগীতের বিভিন্ন দল নিয়ে দিনব্যাপী আয়োজন ব্যান্ড ফেস্ট। দেশের ব্যান্ড সংগীতের মহাতারকা আইয়ুব বাচ্চুর উদ্যোগে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। ছয় বছর আগে শুরু হওয়া এই ব্যান্ড ফেস্টে গত বছর থেকে স্বশরীরে নেই আইয়ুব বাচ্চু। ব্যান্ড সংগীতের কিংবদন্তি এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই ঘোষণা করতে যাচ্ছে ‘রূপালি গিটার পদক’। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

আইয়ুব বাচ্চুর স্মরণে ‘রূপালি গিটার পদক’ চালুর বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসবে ১ ডিসেম্বর। এদিন তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ের সামনে চেতনা চত্বরে দিনব্যাপী চলবে ব্যান্ড ফেস্ট। এবারের ব্যান্ড ফেস্টে গাইবে ১৮ ব্যান্ড। আয়োজক সূত্র জানিয়েছে, এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল দলগুলো গাইবে।

রুপালি গিটার পদক চালু হচ্ছে বলে আনন্দিত ফিডব্যাক ব্যন্ডের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু। ব্যান্ড সংগীতের একজন আইকনিক ব্যক্তিত্বকে নিয়ে এমন আয়োজন প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড সংগীতের জগতে আইয়ুব বাচ্চু একটি বিশেষ নাম। তাঁর মতো একজন ব্যক্তিত্বের নামে পদক চালুর খবরটি নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের এবং সম্মানের।’
ব্যান্ড ফেস্টে গতবার থেকে যুক্ত হয়েছেন বলে জানালেন ফিডব্যাক সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি বলেন, ‘নানা কারণে আগে আমরা যুক্ত হতে পারিনি। কিন্তু বাচ্চু ভাইয়ের স্মরণে যখন এটি গতবার থেকে চালু হলো তখন আমরা গিয়েছি।’

ব্যান্ড ফেস্ট নিয়ে দলছুট ব্যান্ডের অন্যতম সদস্য বাপ্পা মজুমদার বলেন, ‘নিঃসন্দেহে খুবই চমৎকার একটা আয়োজন। এই ব্যান্ড ফেস্ট উপলক্ষে অন্তত বছরে একটা দিন ব্যান্ডের অনেকের সঙ্গে দেখা হয়। আমাদের সুন্দর সময় কেটে যায়।’

রূপালি গিটার পদক চালুর বিষয়টি নিয়ে শাইখ সিরাজ জানান, ‘বাচ্চুর (আইয়ুব বাচ্চু) মৃত্যুর পর থেকে আমরা ভিন্নধর্মী কিছু করার কথা ভাবছিলাম। পরে সবাই মিলে রূপালি গিটার পদক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছর ব্যান্ড ফেস্টে থেকে এই পদক পাবে দেশের তরুণ ও সম্ভাবনাময় একটি ব্যান্ড।’

শিরোনামহীন ব্যান্ডের সদস্য জিয়াউর রহমান বলেন, ‘চমৎকার উদ্যোগ। বাচ্চু ভাই বলেছিলেন, আমাদের পরবর্তী প্রজন্মের ব্যান্ড শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকুক। যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাচ্চু ভাইয়ের মতো একজন গানের মানুষের স্মৃতি বেঁচে থাকুক। আমাদের পরকর্তী প্রজন্ম ব্যান্ড সংগীতের ইতিহাস জানবে, ওই পথ অনুসরণ করবে।’

ব্যান্ড ফেষ্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ । পরিচালনা করবেন অনন্যা রুমা।