ব্রিটনির জন্য সমবেদনা

ব্রিটনি স্পিয়ার্স
ছবি: রয়টার্স

মাসখানেক আগেই ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছিলেন, তিনি মা হতে যাচ্ছেন। এই পপ তারকা ও তাঁর সঙ্গী স্যাম আসগারির জীবন হঠাৎ হয়ে উঠেছিল আনন্দময়। মাত্র এক মাসের মাথায় তাঁদের জীবনে নেমে এল এক গভীর নিরাশা। গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে তাঁর, নিজেই সে কথা জানিয়েছেন ভক্তদের।

৪০ বছর বয়সী ব্রিটনি দুই কিশোরের মা। ব্যক্তিগত প্রশিক্ষক আসগারির সঙ্গে সংসার শুরু করার স্বপ্ন দেখছিলেন অনেক দিন ধরে। গত শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের অলৌকিক শিশুটিকে অন্তঃসত্ত্বাকালীন প্রাথমিক সময়েই হারিয়েছি। যেকোনো মা-বাবার জন্য এটি একটি যন্ত্রণাদায়ক সময়। আমাদের আসলে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি আরও পর ঘোষণা করা উচিত ছিল। আমাদের পরস্পরের প্রতি ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আমাদের সুন্দর পরিবারটিকে বড় করার চেষ্টা চালিয়ে যাব।’

ব্রিটনি স্পিয়ার্স
ছবি: এএফপি

২০০৮ সালে ব্রিটনি যখন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছিলেন, তখন ব্রিটনির বাবা তাঁর আইনানুগ অভিভাবক হন। এ নিয়ে মামলা-মোকদ্দমা, বিচার-সালিস আদালত পর্যন্ত গড়িয়েছিল। আদালতে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করে ব্রিটনি বলেছিলেন, বাবা তাঁর সম্পত্তি, বিয়ে, সন্তান নেওয়ার অধিকার—সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এর আগেও প্রসবকালীন বিষণ্নতায় ভুগেছেন ব্রিটনি।

ব্রিটনির গর্ভের সন্তান নষ্ট হওয়ার সেই ঘোষণায় ১৭ ঘণ্টায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাড়ে ১৬ লাখের বেশি অনুসারী। ৭১ হাজার অনুসারী সেখানে মন্তব্য করেছেন। ব্রিটনির মনের অবস্থা তাঁরা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। এ কারণে ব্রিটনির জন্য সমবেদনা জানাচ্ছেন সবাই। ব্রিটনির দুই ছেলের বাবা কেভিন ফেডারলিন ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে সমবেদনা জানিয়েছেন সাবেক স্ত্রীর প্রতি।

ব্রিটনি ও স্যাম
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০২০ সালে ‘সুইমিং ইন দ্য স্টারস’ শিরোনামে শেষ গান প্রকাশিত হয় ব্রিটনি স্পিয়ার্সের। ২০০৫ সালে ‘টক্সিক’ গানের জন্য গ্র্যামিজয়ী এই শিল্পী গ্র্যামিতে আটবার মনোনয়ন পেয়েছিলেন। তিনি বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন।