ভালোবাসার দিনে ভালোবাসার গান

‘মনেরই খবর’ গানটিতে ঢাকার মডেল আসিফ আজিমের সঙ্গে বড় চমক হিসেবে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি
ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবসে একসময় সংগীত প্রযোজকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কয়েক বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সেই ব্যস্ততায় যেন ভাটা পড়েছে। তবে শিল্পীদের অনেকে এরই মধ্যে তৈরি করে নিয়েছেন নিজেদের গান প্রকাশের প্ল্যাটফর্ম। তাই প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য অপেক্ষা না করে নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ অব্যাহত রেখেছেন শিল্পীরা। করোনার এই সময়ে এবারের ভালোবাসা দিবসে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পীদের উদ্যোগে একগুচ্ছ ভালোবাসার গান প্রকাশিত হয়েছে।

ভালোবাসা প্রকাশের সঙ্গে গানের যেন গভীর সম্পর্ক। গান ভালোবাসার শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয়। তাই ভালোবাসা দিবসে গান থাকবে না, সেটা কি হয়? শিল্পী আর প্রতিষ্ঠানগুলো এসব ভেবে নতুন গান ও ভিডিও প্রকাশ করেছে। সংখ্যায় কম হলেও শিল্পী–প্রতিষ্ঠান ভালোবাসা দিবসের এই উৎসবে শামিল হতে চেয়েছে। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হাবিব ওয়াহিদের গান ‘এই পথ চাওয়া’। গানটির সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই।

লুইপা ও শামীম

বড় বাজেটে প্রকাশিত হয়েছে তাপসের কথা, সুর ও সংগীতে নতুন গান ‘মনেরই খবর’। গানটিতে বড় চমক ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। ২০১১ সালে রকস্টার ছবির মাধ্যমে বলিউডে পা রাখা ৪২ বছর বয়সী এ তারকা প্রথমবারের মতো কোনো বাংলা গানে মডেল হয়েছেন। গানটি গেয়েছেন শামীম ও লুইপা। ভালোবাসা দিবসে ব্যতিক্রমী একটি ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেছেন ইমন চৌধুরী। ‘এন্ডলেস’ শিরোনামে এই ইনস্ট্রুমেন্টাল এরই মধ্যে সবাই পছন্দ করেছেন। এই গিটারিস্ট, গায়ক ও সংগীত পরিচালকের আরেকটি পূর্ণাঙ্গ গান প্রকাশিত হয়েছে। ‘দেখা হবে’ শিরোনামের সেই গান গেয়েছেন কোনাল ও হাসিব।

সোমনূর মনির কোনাল
শারমীন সুলতানা সুমী
ছবি: সংগৃহীত

১৮ বছর আগে লেখা ও সুর করা একটি গান প্রকাশ করেছে চিরকুট। এই ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রেম কিংবা ভালোবাসা আমার কাছে বিশাল, বিস্তর, একমুখী, গভীরতম ধ্যান আর প্রার্থনার বিষয়। বলতে দ্বিধা নেই, প্রেমানুভূতিতে এই প্রাচীন হৃদয় এখনো একটু সেকেলে। প্রায় ১৮ বছর আগে এই গান লিখে সুর করেছিলাম। কীর্তন ঢঙে করা। হঠাৎ খুঁজে পেলাম। আমি কট্টর প্রেমপন্থী। কারণ, যেকোনো ফর্মেই হোক, দিন শেষে বাঁচিয়ে রাখে তো ওই বিশ্বাস–ভালোবাসার একান্ত মগ্নতাটুকুই। আর তাই ভালোবাসার সব মানুষের জন্য আমাদের নতুন গান “প্রেম ও প্রার্থনা”।’

দিলশাদ নাহার কনা
ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের ঠিক আগমুহূর্তে পুরোনো গান ‘ফিরব না আজ বাড়ি’ নতুন করে প্রকাশ করেছেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ১৬ বছর আগে প্রকাশিত কনার ‘জ্যামিতিক ভালোবাসা’ গানটির নতুন একটি ভিডিও চিত্র এবারের ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। যেটি কনা তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ২০০৬ সালেও গান আর মিউজিক ভিডিওটি জনপ্রিয় হয়েছিল। বাপ্পা মজুমদারের সুরে এই গান এখনো সব বয়সী শ্রোতার পছন্দ। গানটি নতুন করে পিকচারাইজ করেছেন আমেরিকাপ্রবাসী সাইকা।

ইমরানের গাওয়া ‘মনের ঘর’ গানে গানে মডেল হয়েছেন নাদিয়া মিম
ছবি : সংগৃহীত

গায়ক ও সংগীত পরিচালক ইমরানের দুটি গান প্রকাশিত হয়েছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। একটি ‘মনের ঘর’, অন্যটি ‘প্রেম’। এর মধ্যে ‘মনের ঘর’ গানটির সুর–সংগীতও তাঁর করা। এই গানে মডেল হয়েছেন নাদিয়া মিম। আর ভিডিও চিত্রের শুটিং হয়েছে সুনামগঞ্জে। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘মনে হচ্ছে, গানটা শ্রোতারা পছন্দ করেছেন। আরও কয়েক দিন গেলে দর্শকের আগ্রহটাও আরও ভালোভাবে বোঝা যাবে।’ জনপ্রিয় গায়ক আসিফ আকবরেরও ‘মিথ্যা কথা নয়’ শিরোনামের একটি গান প্রকাশিত হওয়ার খবর পাওয়া গেছে। এই গানের ভিডিও চিত্রে অন্য মডেলদের সঙ্গে আসিফ আকবরও অংশ নিয়েছে।

লিজা
ছবি: সংগৃহীত

‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে ‘তোমাকে চাই’ গানটি গেয়ে আলোচিত পিন্টু ঘোষ। তিনি এবারের ভালোবাসা দিবসে গেয়েছেন নাটকের গান ‘সাঁকো’। ‘উড়ছি তোমার প্রেমে’ গানটি গেয়েছেন তাহসিন আহমেদ ও অবন্তি সিঁথি। ‘রংমিলান্তি’ গেয়েছেন রেহান রসুল ও অবনী মাহবুব। ‘চাই তোমায়’ গানটি গেয়েছেন লিজা। কয়েক বছর আগে লোকগান গেয়ে আলোচনায় আসেন কামরুজ্জামান রাব্বী। এবারের ভালোবাসা দিবসে তিনি গেয়েছেন ‘নয়নজলে ভাসি’।

রেহান রসূল
ছবি: সংগৃহীত