মাকে নিয়ে বেলালের নতুন গান

বেলাল খান। ছবি: সংগৃহীত
বেলাল খান। ছবি: সংগৃহীত

আজ মা দিবস। এ উপলক্ষে নতুন গান করেছেন শিল্পী বেলাল খান। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ নতুন গানটি শোনাবেন তিনি। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে অনুষ্ঠানটি।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে কিছু ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ গানের অনুষ্ঠান ঘরে বসে শোনাব গান। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করে দিচ্ছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের শিল্পীরা।

মা দিবস উপলক্ষে আজকের শিল্পী বেলাল খান শোনাবেন তাঁর নিজের চারটি গান। মুসা কে মাহমুদের কথায় মাকে নিয়ে নতুন গানটি সুর করেছেন শিল্পী নিজে, সংগীত আয়োজন করেছেন এম এ রহমান। আজই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে গানটি। প্রথম আলোর আয়োজনে নতুন এ গানের পাশাপাশি তিনি শোনাবেন নিজের জনপ্রিয় ‘পাগল তোর জন্য’ ও ‘স্টেশন’ গান দুটি। গানের পাশাপাশি করোনায় সচেতনতার বার্তাও দেবেন এই শিল্পী। এ ছাড়া লোকগান ‘হার কালা করলাম রে’ গানটিও শোনাবেন তিনি। পিয়ানো বাজিয়ে ঘরে বসেই গানগুলো শোনাবেন এই শিল্পী।


এই অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন ও অভিনেতা চঞ্চল চৌধুরী। মহামারির দিনগুলোতে মন ভালো রাখতে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নিয়মিত গান শোনা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।