মিউজিক@ডেস্কে আজ রাহুল আনন্দ

বাঁশিতে সুর তুলে অনুষ্ঠানের সূচনা করেন তিনি

‘আমার বাড়ি বৃহত্তর সিলেটে। হবিগঞ্জের নবীগঞ্জে। হাওর, বাঁওড়, বিল, নদী-নালায় ভরপুর অঞ্চলে আমার জন্ম। চারদিক জলে থইথই। ছোটবেলা আমি সেখানেই কাটিয়েছি। এ কারণেই কিনা জানি না, আমার সঙ্গে জলের সখ্য’, মিউজিক@ডেস্ক অনুষ্ঠানে গান গাওয়ার ফাঁকে ফাঁকে বলছিলেন রাহুল আনন্দ, জলের গানের রাহুল।

রাহুল আনন্দ

প্রথম আলোর ভিন্নধর্মী গানের অনুষ্ঠান মিউজিক@ডেস্কের আজকের পর্বের শিল্পী রাহুল আনন্দ। বাঁশিতে সুর তুলে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপর শোনান দিদার কাছ থেকে শেখা যে গান শুনিয়ে শৈশবে তাঁকে ঘুম পাড়াতেন তাঁর দিদিমণি, ‘পাখি উইড়া যাও রে দিঘল পন্থ চাইয়া।’

এরপর এক এক করে গেয়ে শোনান, ‘এমন যদি হতো, আমি পাখির মতো’, ‘বকুল ফুল বকুল ফুল’ এবং ‘আমি একটা পাতার ছবি আঁকি’।

রাহুল আনন্দ

অনুষ্ঠানটি আজ রাত ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে দেখা যাবে।