মিউজিক@ডেস্কে আজ হায়দার হোসেন

নিজের লেখা ও সুর করা গান নিয়ে প্রথম আলো কার্যালয়ে হাজির হয়েছিলেন শিল্পী হায়দার হোসেন
ছবি: প্রথম আলো

নিজের লেখা ও সুর করা গান নিয়ে প্রথম আলো কার্যালয়ে হাজির হয়েছিলেন শিল্পী হায়দার হোসেন। গিটারের তারে সুর তুলে সেগুলো গাইছিলেন তিনি। আর গানের ফাঁকে ফাঁকে চলে গানগুলোর পেছনের গল্প। প্রথম আলোর ভিন্নধর্মী গানের অনুষ্ঠান ‘মিউজিক@ডেস্ক’–এ নিজের গান দিয়ে মাতিয়ে যান হায়দার হোসেন।
হায়দার হোসেন শুরু করেন তাঁর লেখা ও সুর করা প্রথম গান ‘মন কী যে চায় বলো’ দিয়ে।

অনুষ্ঠানটি আজ রাত ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে দেখা যাবে

এরপর তিনি করেন ‘নীল চোখে চোখ আমি রেখেছি’। পরিবেশনের ফাঁকে ফাঁকে গানটি লেখার নেপথ্যের গল্পও শোনান। সে সময় তিনি কক্সবাজার সমুদ্রসৈকতে ছিলেন। সাগরের নীল জলরাশি দেখে এই গান লেখেন। একে একে গেয়ে শোনান ‘কী দেখার কথা কী দেখছি’, ‘গণতন্ত্র’, ‘বাংলাদেশ’, ও ‘ফাঁইসা গেছি’। একে একে তিনি ছয়টি গান গেয়ে শোনান।
ধারণকৃত অনুষ্ঠানটি আজ রাত ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে দেখা যাবে।