ময়মনসিংহ থেকে আদাবরে

মঞ্চ প্রস্তুত। আগামীকাল শুক্রবার যেখানে বসবে তারার মেলা। বছরজুড়ে তারকাদের কাজের স্বীকৃতি মিলবে আগামীকাল সন্ধ্যায়। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের ২৩তম আসর বসছে কাল। তবে শুধু পুরস্কারই নয়, ফাঁকে ফাঁকে চলবে তারকাদের নানা ধরনের পরিবেশনা। তারকাবহুল এ অনুষ্ঠান সফল করতে দিনরাত ধরে চলছে তারই মহড়া। প্রথম আলোর কার্যালয় থেকে শুরু করে রাজধানীর নিকেতন, ইস্কাটন, বনশ্রী,আদাবর স্টুডিওগুলোতে লেগেছে রেকর্ডিং, মহড়ার আমেজ। মহড়াকক্ষ ঘুরে এসে বিনোদনের পাঠকদের জন্য তারই কিছুটা তুলে ধরা হলো।

কণ্ঠশিল্পী সালমা

অসুস্থ হয়ে পড়েছিলেন কণ্ঠশিল্পী সালমা। ময়মনসিংহে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ তাঁর ডাক পড়ল ঢাকায়। কেননা, পূর্ণোদ্যমে চলছে ২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের প্রস্তুতি। এ রকম সময়ে ঢাকায় তাঁকে চাই–ই চাই। গুরুর ডাক! ফেলতে পারলেন না সালমা। ছুটে এলেন ঢাকায়। এর আগেও এই আয়োজনের জন্য গান করেছিলেন তিনি, গাইলেন এবারও।

তবে এবার সালমার কণ্ঠে চমক অপেক্ষা করছে তাঁর ভক্তদের জন্য। তাঁর কণ্ঠে একেবারে অন্য রকম গান শোনা যাবে এই পুরস্কারের মঞ্চ থেকে। গত বৃহস্পতিবার আদাবরের একটি স্টুডিওতে ধারণ করা হয়েছে গানগুলোর। কেবল গান নয়, সালমার গানের সঙ্গে থাকবে অন্য রকম কিছু। সেসবের জন্য অপেক্ষা করতে হবে মাত্র আজকের দিনটি।