যে কারণে আসিফের বিরুদ্ধে মামলা করেছেন ন্যানসি

ন্যানসির লিখিত অভিযোগে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় তাঁর মানহানি হয় এমন বক্তব্য দিয়েছেন আসিফ আকবরছবি: কোলাজ

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে ন্যানসির মামলার বিষয়টি নিয়ে গত শুক্রবার দিনভর আলোচনা চলে ময়মনসিংহে। গায়কের বিরুদ্ধে গায়িকার মামলা, তাই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই আলোচনা। মামলার বিষয়ে ন্যানসির পরিবার ও সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি থানায় গত বছরের ১০ জুলাই আসিফ আকবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যানসি।

ন্যানসি
ছবি:ফেসবুক থেকে

লিখিত অভিযোগে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় তাঁর মানহানি হয় এমন বক্তব্য দিয়েছেন আসিফ আকবর। যার ফলে তিনি ও তাঁর পরিবার হেয়প্রতিপন্ন হয়েছেন। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দীর্ঘ সময় নিয়ে তদন্ত করার পর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর আদালতে গত ডিসেম্বরে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে গায়ক আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী জানান, পুলিশকে দেওয়া ন্যানসির ভিডিও ক্লিপে আসিফ আকবরকে বলতে শোনা যায়, ন্যানসি মানসিক ভারসাম্যহীন। ৬ মাস ভালো থাকে, ৬ মাস খারাপ থাকে।

কণ্ঠশিল্পী ন্যানসিকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় টকশোতে এবং বিভিন্নভাবে গায়ক আসিফ আকবরের করা এমন মন্তব্যে নাখোশ ছিলেন ন্যানসি। এরপর ন্যানসি আসিফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রসিকিউশন দেওয়া হয়।

আসিফের বিরুদ্ধে মামলা করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি
কোলাজ ছবি

নাজমুন মুনিরা ন্যানসি সাংবাদিকদের বলেন, ‘আমি এবং আসিফ একই ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং তিনি আমার সিনিয়র। তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলবেন, সেটা মানা যায় না। এ ধরনের আপত্তিকর মন্তব্য আমাকে ব্যথিত করেছে। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি।’

নাজমুন মুনিরা ন্যানসি
ছবি: ফেসবুক

ন্যানসির কথার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় প্রথম আলো কথা বলে আসিফ আকবরের সঙ্গে।

আসিফ আকবর

খুব বেশি কিছু না বলে এই গায়ক বললেন, ‘মামলার এজাহার দেখেছি। সেখানে একটি টেলিভিশন চ্যানেলের প্রসঙ্গ টেনেছে ন্যানসি। নানাভাবে ইনিয়ে-বিনিয়ে সে কপিরাইট প্রসঙ্গও টেনেছে। সেই পুরোনো চক্রের মধ্যে পড়ে গেছে। এর বাইরে যে কথাগুলোর প্রসঙ্গে এসেছে, এগুলো অনেক পুরোনো এবং কথাগুলো বলা হয়েছে তারই কথার পরিপ্রেক্ষিতে। এসব কথা সব সময় সে আগে বলেছে, আমি শুধু উত্তর দিয়েছি—এর বেশি আর কিছু না।’

ন্যানসি ও আসিফ

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এই মামলায় সমন পান গায়ক আসিফ আকবর। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেকে নিরপরাধ দাবি করে স্ট্যাটাস দেন আসিফ আকবর।