যে গানে বাড়ি ফেরার ব্যাকুলতা

আসিফ ইকবালের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্রছবি: কোলাজ

‘বাড়ি যাব বাড়ি যাচ্ছি/ চেনা মাটির সুবাস পাচ্ছি/ স্মৃতির বুকে স্বপ্ন ওড়ে/ কত কী যে মনে পড়ে...’। ‘বাড়ি যাব, বাড়ি যাচ্ছি’ শিরোনামের গানের প্রথম চরণ এগুলো। বাঙালি অভিবাসীদের বাড়ি ফেরার ব্যাকুলতা নিয়ে তৈরি হয়েছে নতুন এ গান। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। অমিত-ঈশানের সুর করা এ গানে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র। গানটি ৯ মে রোববার রাত নয়টায় অবমুক্ত হবে গানচিল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘বাঙালি অভিবাসীদের বাড়ি ফেরার ব্যাকুলতা নিয়ে এ গান। সারা পৃথিবীতে যত অভিবাসী আছেন, তাঁদের মধ্যে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ বৃহত্তম। এ ছাড়া দেশের ভেতরে যাঁরা শহরকেন্দ্রিক, তাঁরাও একধরনের অভিবাসী। যার জন্য তাঁদের বাড়ি ফিরে যাওয়া নাড়ির টানের মতোই। এ জায়গাতেই বাংলাদেশ আলাদা। বৈশ্বিক অতিমারি এবং লকডাউনে আমাদের বাড়ি যাওয়ার যে প্রবণতা, এটা অনেকাংশেই বাধাগ্রস্ত হয়েছে, আমাদের ঘরবন্দী করে ফেলেছে। আমরা প্রত্যেকেই মনে করি, আমরা অভিবাসী এবং সেখান থেকেই “বাড়ি যাব বাড়ি যাচ্ছি” শিরোনামের এ গানের সমসাময়িকতা।’

তিনি আরও বললেন, ‘আমাদের বাঙালিদের প্রত্যেকের জীবনে বাড়ির টানই হচ্ছে পরম আশ্রয়। জীবনের নানা তাগিদে আমাদের বাড়িটা ছেড়ে আসতে হয়। অন্য কোনো শহরে যাই অথবা কেউ পৃথিবীর অন্য কোথাও জীবনযাপন শুরু করি; নাড়ির টান, শিকড়ের টান, বাড়িতে ফেরার ইচ্ছাটা আমাদের চিরদিনের আকুলতা। এই গানে আমি সেই আকুলতাই ধরে রাখার চেষ্টা করেছি এবং গানটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই লিখেছি। আমি জানি যে অন্য আর দশজন সাধারণ বাঙালির মতোই আমার জীবন, সেহেতু গানটা প্রত্যেকেরই হৃদয় ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’

গীতিকার আসিফ ইকবাল

‘২০২০ সালে লকডাউনের সময় মনে হলো, এই সময়কে ধারণ করার জন্য রেফারেন্স পয়েন্ট হিসেবে একটি গান থেকে যাওয়া উচিত। সে জন্যই গানটির ভিডিও চিত্রটি একদম অন্যভাবে ধারণ করা হয়েছে।’ বললেন গানটির ভিডিও চিত্রের পরিচালক তানিম রহমান অংশু।

ঈশান মিত্র বর্তমান সময়ের দুই বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক। তিনি বলিউডে প্রথম ‘পরি’ ছবিতে ‘মেরি খামোশি হ্যায়’ গানটি করেন, যা ২০১৮ সালে জনপ্রিয়তা পায়। ‘আর পারছি না, কোথায় লুকাব’, বাংলাদেশে ঈশানের প্রথম গান, শেষ পর্যন্ত টেলিছবির জন্য গানটি গেয়েছেন তিনি। তাঁর গাওয়া গানের মধ্যে গানচিল ড্রামা ও সিনেমার প্রযোজনায় ‘কেন’ টেলিছবিতে ‘আজ তুমি দূরের বলেই’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে।
ঈশান মিত্র বলেন, ‘এ গান আসিফ ইকবাল ভাই নিজেই লিখেছেন, আমি ও অমিত চ্যাটার্জি মিলে সুর করেছি এবং আমি গেয়েছি। গানটা আমাদের ওই ভাইবোনদের জন্য, যাঁরা এ পরিস্থিতিতে বাইরে আটকে আছেন এবং নিজের বাসাতে ফিরতে পারছেন না।’