রাতভর গানবাংলার ‘জন্মোৎসব’

গানবাংলার ‘জন্মোৎসবে’ অসংখ্য তারকার উপস্থিতিতে পৃথক পৃথক আয়োজনে কেক কাটা হয়সংগৃহীত

প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করল দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা। ১৬ ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করল চ্যানেলটি। মহামারির সাবধানতা ও সচেতনতাকে মেনে গান, আড্ডা আর উদযাপনে রাতব্যাপী যেন তারকাদের মিলনমেলায় পরিণত হলো গানবাংলা প্রাঙ্গণ।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ব্যান্ড তারকা হামিন আহমেদ আর সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরও অংশ নেন। নিজের স্টুডিও থেকে সেই অনলাইন আড্ডা আর গানে অংশ নেন হাবিব। গানবাংলা কার্যালয়ে ব্যান্ড তারকা মাকসুদ, হাসান, এস আই টুটুল, বালাম, অর্ণব-সুনিধিসহ অসংখ্য তারকার উপস্থিতিতে পৃথক পৃথক আয়োজনে কেক কাটা হয়।

রাতভর চলেছে গান আর আড্ডা
সংগৃহীত

প্রতিবারের মতো বৃহৎ আয়োজন হয়নি এবার। গানবাংলা ভবনজুড়েই চলেছে তারকাদের গান আর আড্ডা। এতে আবারও প্রমাণিত হলো, গানবাংলার জন্মদিন যেন সংগীতাঙ্গনের এক উৎসবের দিন। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্যমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও সংগীতাঙ্গনের শতাধিক তারকা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। গানবাংলার ফেসবুক পেজে প্রকাশিত হচ্ছে গানবাংলা নিয়ে তাঁদের শুভেচ্ছা ও ভালো লাগার বয়ান।

গাইছেন অর্ণব
সংগৃহীত

গানবাংলার প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস জানান, ব্যক্তিগত কারণে তিনি ও গানবাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করছেন। তবে লাইভ ভিডিওর মাধ্যমে তাঁরাই সঞ্চালনা করেছেন। রাত ১২টা ১ মিনিটে নিজ বাসভবন থেকে ভিডিও কলে যোগ দেন জন্মোৎসবে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আমাদের সংগীতকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে গানবাংলা। এটা সত্যিই প্রশংসার দাবিদার।’ কেক কাটার পাশাপাশি শিল্পীদের পরিবেশনায় চলে রাতভর গান। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে গানবাংলা টেলিভিশন।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে চ্যানেলটি। দেশীয় সংগীতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে উপস্থাপন করে বিশ্বময় বাংলা গানকে ছড়িয়ে দেওয়ার সংকল্প চ্যানেলটির। প্রতিষ্ঠার সাত বছরে ইতিমধ্যেই দেশের সংগীতাঙ্গনের শিল্পী–কলাকুশলীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে গানবাংলা ইতিবাচক ভূমিকা পালন করেছে। প্রতিনিয়ত দেশ ও দেশের বাইরের বিভিন্ন ধারার মানসম্পন্ন গান পরিবেশন করে একমাত্র ব্যতিক্রমী চ্যানেল হিসেবে দর্শকের মধ্যেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে চ্যানেলটি।

গানবাংলার প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস জানান, ব্যক্তিগত কারণে তিনি ও গানবাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করছেন
সংগৃহীত

শুধু তা–ই নয়, আন্তর্জাতিক গানের মঞ্চ হিসেবে গানবাংলার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’দেশ-বিদেশে দারুণ প্রশংসিত হয়েছে। বিশ্বের ৩০ দেশের শতাধিক খ্যাতনামা মিউজিশিয়ানের অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এ দেশীয় বিভিন্ন ধারার জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুন মাত্রা। ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীরা কণ্ঠে স্লোগান তুলে নিয়েছেন ‘মিউজিক ফর পিস’।

গানবাংলার ‘জন্মোৎসবে’ অসংখ্য তারকার উপস্থিতিতে পৃথক পৃথক আয়োজনে কেক কাটা হয়
সংগৃহীত