রাহাত ফতেহ আলী খানের গানে মডেল নওশাবা

নওশাবা ছবি: প্রথম আলো
নওশাবা ছবি: প্রথম আলো

রুনা লায়লার সুর ও সংগীত পরিচালনায় কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান গেয়েছেন ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি। কবির বকুলের কথায় এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ। ১৩ ডিসেম্বর একটি তারকা হোটেলে গানটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে।

বড় বড় সব তারকার সম্মিলিত এ গানের অংশ হতে পেরে ভীষণ আনন্দিত নওশাবা। তিনি বলেন, ‘আমার অভিনয়জীবনে একটি ব্যতিক্রমী কাজ হতে যাচ্ছে এটি।’ গানটিতে মডেল হিসেবে আরও দেখা যাবে অভিনেতা আবু হুরায়রা তানভীরকে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পুলক।

নওশাবার পরিচালনায় আজ আবার মঞ্চস্থ হতে যাচ্ছে পুতুলনাট্য মুক্তি আলোয় আলোয়। পঙ্গুত্বের সেবায় নিয়োজিত সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) ৪০ বছর পূর্তির সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিআরপির অন্যতম প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর। প্রতিষ্ঠানটিতে চিকিৎসা গ্রহণকারীদের অভিনয়ে পুতুলনাট্যটি আজ সন্ধ্যা ৬টায় দেখা যাবে সিআরপির আউটডোরে। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম হইচইয়ের ধারাবাহিক একেন বাবুর ঢাকা রহস্যতে মেহেরুন্নেসা চরিত্রে দেখা যাচ্ছে কাজী নওশাবাকে।