রিমেক থেকে মৌলিক গানে লাইলা

সবার কাছে লাইলা রিমেক গানের শিল্পী। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানের রিমেক গেয়ে প্রশংসিত হয়েছেন ভারত ও বাংলাদেশে। এবার লাইলা মৌলিক গান গেয়েছেন। মুম্বাইর বিভিন্ন শিল্পীর সান্নিধ্য পেয়ে নতুন পথে হাঁটছেন এই বাঙালি শিল্পী। গেয়েছেন হিন্দি গান।
লাইলার এই মৌলিক গানের শিরোনাম ‘লিপ লক’। ইংরেজি নববর্ষ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে এই গানের ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন লাইলার এই মিউজিক ভিডিওটি ইউটিউবে তাঁর লাইলা-ডি-সৌল চ্যানেলে অবমুক্ত করা হয়। ‘লিপ লক’ গানের সংগীত পরিচালনা করেছেন আমির আলী খান। তিনি ওস্তাদ গোলাম আলী খানের নাতি। গানের কথা লিখেছেন সুরভিন কর।
মিউজিক ভিডিওটি উদ্বোধন করেন ভারতের জনপ্রিয় শিল্পী উষা উত্থুপ আর কুনাল গাঞ্জাওয়ালা। উষা উত্থুপ বলেন, নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে লাইলা যে পার্টি সং গেয়েছেন, তা সংগীতপ্রিয় মানুষের মন জয় করবে। আর কুনাল গাঞ্জাওয়ালা বলেছেন, রিমেক গান দিয়ে লাইলার প্রতিভা ও মেধার বিচার করা যাবে না। এবার লাইলার মৌলিক গান এসেছে। লাইলা কত বড় মাপের শিল্পী, তা এই গান শুনলে বোঝা যাবে।
শিল্পী লাইলা বলেন, ‘এরই মধ্যে অনেক গানের রিমেক গেয়েছি। সেগুলো প্রচুর দর্শকপ্রিয়তা পেয়েছে। কিন্তু এবার নিজের নতুন গান নিয়ে এসেছি। আরও গান আসবে। সেই সব গান আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী শাকিল আনসারি।