রুবাইয়াত জাহানের কণ্ঠে ‘বাংলাদেশ বাংলাদেশ’

রুবাইয়াত জাহান। ছবি: সংগৃহীত

২০২০ সাল, ডিসেম্বরের ১৬ তারিখ। দেশে যখন বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে, রুবাইয়াত জাহান তখন যুক্তরাজ্যে। তাঁর মন পড়ে ছিল বাংলাদেশে। দেশে থাকলে হয়তো গান করতেন, শহর ঘুরে বিজয় দিবস উদ্‌যাপন করতেন। তখন মনে আসে একটি দেশের গানের কথা, যেটি অনেক দিন যত্ন করে রাখা ছিল নিজের কাছে। ‘বাংলাদেশ বাংলাদেশ’ শিরোনামে সেই গান আজ প্রকাশিত হচ্ছে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এ গান প্রকাশের পরিকল্পনা করেছিলেন রুবাইয়াত জাহান। তিনি বলেন, ‘যেখানেই থাকি, দেশের কথা খুব মনে পড়ে। সব সময় মনে হয় দেশের জন্য কী করা যায়। মনে হলো স্বাধীনতার ৫০ বছর ও জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে আমার ছোট্ট একটা কন্ট্রিবিউশন থাকুক। তাই এই গান করা। সবার ভালো লাগলেই আমি সার্থক।’

রুবাইয়াত জাহান
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যপ্রবাসী রুবাইয়াত জাহান চট্টগ্রামের মেয়ে। বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি ও উর্দুতেও গান করেন তিনি। যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিদের মধ্যে তাঁর রয়েছে বিশেষ পরিচিতি। দেশের বিশেষ একটি দিনে দেশের মানুষের জন্য গান করতে পেরে গর্বিত এই শিল্পী বলেন, ‘গানটি গাওয়ার সময় চোখ ভিজে উঠেছিল। দেশকে কতটা মিস করি, সেটা অন্যকে বোঝানো যায় না। এই গান গাওয়ার সময় দেশের মানচিত্রটা চোখের সামনে ভাসছিল, যেটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শেষ ঠিকানা। সেই দেশকে নিয়ে গান করতে পারাটা আমার জন্য গর্বের।’

‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। রুবাইয়াত জাহানের গাওয়া গানটির সংগীতচিত্রসহ আজ বিকেল চারটায় অবমুক্ত হবে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।