সঞ্চালকের আচরণে বিরক্ত আঁখি

আঁখি আলমগীর

এক টিভি চ্যানেলে গানের অনুষ্ঠান দেখতে বসে মর্মাহত হয়েছেন শিল্পী আঁখি আলমগীর। ওই অনুষ্ঠানের সঞ্চালকের আচরণে ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। এক অনুষ্ঠানে দুজন শিল্পীর ক্ষেত্রে দুরকম গুরুত্ব দেওয়ার প্রবণতায় বিরক্ত হয়েছেন এই শিল্পী।
সম্প্রতি এক টিভি চ্যানেলের গানের অনুষ্ঠান দেখতে বসেন আঁখি আলমগীর। সেখানে সঞ্চালকের আচরণে মেনে নিতে পারেননি তিনি। গতকাল শনিবার রাতে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘একটি লাইভ প্রোগ্রামে যদি দুজন শিল্পী বসেন গান পরিবেশনার জন্য, তাঁরা যেমনই হোক, যেমনই গান করুক, কম বা বেশি পরিচিত হোক একে অপরের চেয়ে, প্রেজেন্টারের দায়িত্ব দুজন শিল্পীকেই সমান সম্মান দেওয়া।’
আঁখি আরও লিখেছেন, ‘শিল্পীর সম্মান মানে শিল্পের সম্মান। সেটা না করতে পারলে মিডিয়াতে কাজ করতে আসা হাস্যকর, অপেশাদার আচরণ। একটি লাইভ দেখলাম, তাই লিখলাম। চ্যানেলের নাম জানতে চাইবেন না।’

আঁখি আলমগীর

আঁখির ওই ফেসবুক পোস্টে একাত্মতা জানিয়েছেন গণমাধ্যমের ও ব্যক্তিগত বন্ধুদের অনেকে। সুরকার হাসান মতিউর রহমান লিখেছেন, ‘ওদের জ্ঞানকাণ্ড থাকলে তো!’
নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘মেকআপ আর গেটআপ-সর্বস্ব এসব অপ্রেজেন্টারের কাছে তুমি আর কী আশা করো দিদি?’
আব্দুন নূর তুষার লিখেছেন, ‘পুরোপুরি সত্য।’

আঁখি আলমগীর

টিভি অনুষ্ঠানের অনেক সঞ্চালককে নিয়ে এ রকম হতাশা ব্যক্ত করতে শোনা গেছে তারকা ও শিল্পীদের। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে প্রতিবাদ জানিয়েছেন খুব কম শিল্পী। আঁখি আলমগীরসহ আরও অনেকেই এভাবে প্রতিবাদ জানাতে শুরু করেছেন।