সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাইলেন মোমিন

গান রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমীনের সঙ্গে মোমিন বিশ্বাস।
ছবি–সংগৃহীত।

গান ঘিরেই তরুণ গায়ক মোমিনের বিশ্বাসের যত স্বপ্ন। সংগীতকে আঁকড়ে ধরে মনের মধ্যে লালন করা স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন। অবশেষে তরুণ গায়কের জীবনের একটি অন্য রকম স্বপ্ন পূরণ হয়েছে। শনিবার সন্ধ্যায় তাঁর এই স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয়। তিনি গাইলেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের সঙ্গে। দ্বৈত কণ্ঠের এই গান গাওয়াটা জীবনের অন্যতম একটা অর্জন বলে মনে করছেন তিনি।
সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাওয়া মোমিনের গানটি একটি মিউজিক্যাল ফিল্মে ব্যবহৃত হবে। ‘সুখের অসুখ’ নামের এই ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন শেখ নজরুল ইসলাম। তিনি এই ছবি নির্মাণের বিষয়টির তত্ত্বাবধান করবেন।
গানটি নিয়ে কথা হয় সাবিনা ইয়াসমীনের সঙ্গে। তিনি বলেন, ‘মোমিন গানটি নিয়ে যখন প্রথম আলাপ করল, বললাম হোয়াটসঅ্যাপে পাঠাতে। সুর শুনেই ভালো লাগে। ওর গাওয়া ডেমো কণ্ঠও ভালো ছিল। এরপর গাইতে রাজি হই। আমার তো ভালো লেগেছে। মোমিনও ভালো গেয়েছে।’

গান রেকর্ডিংয়ের সময় সাবিনা ইয়াসমীনের সঙ্গে মোমিন বিশ্বাস।
ছবি–সংগৃহীত।

দেশের সংগীতের প্লেব্যাক সম্রাটখ্যাত এন্ড্রু কিশোরকে আদর্শ হিসেবে মানেন মোমিন। তাঁর গায়কিতেও আছে বরেণ্য এই সংগীতশিল্পীর ছায়া। তিনি এবার গাইলেন চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের দীর্ঘ জুটি সাবিনা ইয়াসমীনের সঙ্গে। দ্বৈত গানে সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাওয়া সংগীতজীবনের বড় অর্জন জানালেন মোমিন। তিনি বললেন, ‘অনেক চ্যালেঞ্জ ছিল, ভয়ও ছিল। তবে যে পরিমাণ সহযোগিতা সাবিনা আপা করেছেন, তা বলে শেষ করা যাবে না। অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে।’

গান রেকর্ডিংয়ের সময় সাবিনা ইয়াসমীনের সঙ্গে মোমিন বিশ্বাস।
ছবি–সংগৃহীত।

জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ‘সুখের অসুখ’ মিউজিক্যাল ফিল্মে শুটিং শুরু হবে। তবে অভিনয়শিল্পী কারা হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। এই ছবিতে তিনটি গান থাকবে। ছবির দৈর্ঘ্য কত হবে, তা জানা না গেলেও নতুন বছরের শুরুতে এটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা।
কথায় কথায় মোমিন জানালেন, ২০১১ সালে সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোরের গাওয়া একটি গানের কোরাসে অংশ নিয়েছিলেন তিনি। সম্প্রতি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন সংগীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। কবরী পরিচালিত এই ছবির নাম ‘এই তুমি সেই তুমি’।