সাব্বির নাসির গাইলেন ‘টান’

সাব্বির নাসির। ছবি: সংগৃহীত

লোকঘরানার নতুন গান ‘টান’ গাইলেন সাব্বির নাসির। সংগীতচিত্রসহ গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে শিল্পীর নিজস্ব চ্যানেলে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

‘টান’ গানের কথা লিখেছেন কবি অসীম সাহা, সুর করেছেন মুরাদ নূর, সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটির সংগীতচিত্র পরিচালনা করেছেন বাংলা সিনেমার বরেণ্য পরিচালক বদিউল আলম খোকন। মেঘনা, ব্রহ্মপুত্রের কূলে এবং সোনারগাঁ এলাকায় ধারণ করা হয়েছে সংগীতচিত্রের দৃশ্য। মডেল হিসেবে এতে অভিনয় করেছেন আশিক চৌধুরী, শাকিলা পারভীনসহ বেশ কজন নৃত্যশিল্পী।

বেশ কিছু জনপ্রিয় সিনেমার পরিচালক বদিউল আলম খোকন এ সংগীতচিত্র প্রসঙ্গে বলেন, ‘“টান” অনেক সুন্দর একটা গান। আর ভিডিও শুটিংয়ের অ্যারেঞ্জমেন্টে কোনো কমতি ছিল না। ফিল্মের গানের আয়োজনের মতো করেই গানটির কাজ করা হয়েছে। ক্যামেরায় ছিলেন সিনেমার চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু, সুন্দর চিত্রায়ণ করেছেন তিনি। চেষ্টা করেছি, ভালো একটা কাজ উপহার দিতে। আশা করি, সুন্দর এই মিউজিক্যাল ফিল্মটি সবাই পছন্দ করবেন।’

মডেল আশিক চৌধুরী বলেন, ‘প্রথমে যখন গানটি শুনেছি, তখনই ভালো লেগেছে। সাব্বির ভাইয়ের গাওয়া এ গানটি অসাধারণ। আর খোকন ভাই প্রথম মিউজিকভিডিও পরিচালনা করলেন। সেখানে মডেল হিসেবে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমার বিশ্বাস, কাজটি সবাই পছন্দ করবেন।’ মডেল শাকিলা বলেন, ‘এককথায় বলতে চাই গানটা সুন্দর। আর খোকন ভাই অসাধারণ একজন মানুষ, শুটিং করতে গিয়ে সেটা বুঝেছি। অনেক গুছিয়ে কাজটি করেছেন তিনি। আর সুন্দর লোকেশনে কাজটি হয়েছে।’

সাব্বির নাসির

‘টান’ নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, ‘কবি অসীম সাহা আর বদিউল আলম খোকনের মতো দুজন গুণী ও ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। এর আগে বদিউল আলম খোকন পরিচালিত একটি সিনেমায় প্লেব্যাকে কণ্ঠ দিয়েছিলাম। তিনি অত্যন্ত কর্মঠ ও খুঁতখুঁতে মানুষ। লিটু ভাই, মুরাদ নূরও অনেক পরিশ্রম করেছেন গানটির জন্য। আশা করছি লোকগানের শ্রোতা ও দর্শকদের এই গান ও মিউজিক্যাল ফিল্মটি ভালো লাগবে।’

এর আগে বেশ কয়েকটি একক গানে কণ্ঠ দেন সাব্বির নাসির। তাঁর কণ্ঠে ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি শ্রোতাদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিল।