সেকালের গান একালের তরুণকণ্ঠে

'সব সখীরে পার করিতে নেব আনা আনা' গানটি গেয়েছিলেন আবদুল আলীম ও সাবিনা ইয়াসমিন। 'তোরে পুতুলের মতো করে সাজিয়ে' গেয়েছেন কুমার বিশ্বজিৎ। সত্তর ও আশির দশকের এ রকম বেশ কিছু জনপ্রিয় গান সম্প্রতি গেয়েছেন এই প্রজন্মের তরুণ শিল্পীরা। তাঁদের কণ্ঠে গানগুলো নিয়ে ঈদে রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান 'সেই সময়ের গান এই সময়ে।'

আবদুল আলীম ও সাবিনা ইয়াসমিনের গাওয়া 'সব সখীরে পার করিতে নেব আনা আনা' গেয়েছেন অপু আমান ও রন্টি। কুমার বিশ্বজিতের গাওয়া 'তোরে পুতুলের মতো করে সাজিয়ে' গেয়েছেন কিশোর দাস। এভাবে দিলরুবা খান, মলয় কুমার গাঙ্গুলী, শামীমা ইয়াসমিন দিবার গাওয়া 'দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল' গেয়েছেন লুইপা। এন্ড্রু কিশোরের 'ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও' গেয়েছেন রাজীব, ফিরোজ সাঁইয়ের 'এক সেকেন্ডের নাই ভরসা' গেয়েছেন পারভেজ, সৈয়দ আব্দুল হাদীর 'আছেন আমার মোক্তার' গেয়েছেন পুলক, আজম খানের 'আলাল দুলাল' গেয়েছেন শুভ এবং রুনা লায়লার 'বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম' গেয়েছেন কোনাল।

পুলক, কবির বকুল ও কোনাল

অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন গীতিকবি কবির বকুল। গানগুলো বাছাই ও শিল্পী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'বিটিভি থেকেই প্রস্তাবটি পাই। তারা চেয়েছিল সত্তর–আশির দশকের জনপ্রিয় কিছু গান নিয়ে একটি অনুষ্ঠান করতে। আমি তখনকার দিনের জনপ্রিয় কিছু গান বাছাই করি, তারপর ঠিক করি এখনকার তরুণ কোন শিল্পী কোন গান গাইলে মানানসই হবে। করোনার মধ্যে যথেষ্ট সতর্কতা মেনে অনুষ্ঠানটি প্রস্তুত করা হয়েছে।'

গত শতকের দর্শকনন্দিত আটটি গান নিয়ে 'সেই সময়ের গান এই সময়ে' অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় বিটিভিতে।