সোমবার ফোনে হাবিব জানান বিয়ের কথা, ফেরদৌস ওয়াহিদ বলেছেন, অভিনন্দন

ফেরদৌস ওয়াহিদ জানালেন তিনি সোমবার হাবিবের বিয়ের কথা জেনেছেন

ফোন করতেই ওপাশ থেকে বাংলাদেশি সংগীতের পপ তারকা ফেরদৌস ওয়াহিদ বলেই ফেললেন, ‘হাবিব যে বিয়ে করছে, এটার খবর জানতে চাও? আমিও কিন্তু হাবিবের বিয়ের খবর শুনছি কালকে।’ আপনি কি বিয়েতে ছিলেন না? ‘আমি কই থেকে থাকব, আমি তো গ্রামে থাকি।’ এভাবেই ছেলে হাবিব ওয়াহিদের বিয়ে নিয়ে তথ্য দিলেন বাবা ফেরদৌস ওয়াহিদ। প্রথম আলোর সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে হাবিবের বিয়ে নিয়ে কথা হয়।

আফসানা চৌধুরী ও হাবিব ওয়াহিদ
ছবি : সংগৃহীত

হাবিব তাঁর তৃতীয় বিয়ের খবরটি আজ মঙ্গলবার দুপুরে নিজে থেকে ফেসবুক পেজে জানান। হাবিব তাঁর ফেসবুক পোস্টে জানান, তাঁর স্ত্রীর পারিবারিক নাম আফসানা চৌধুরী। ফেসবুকে বিয়ের খবর জানিয়ে হাবিব লিখেছেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন, বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’ ফেসবুকে হাবিবের এই পোস্টের নিচে তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভকামনা জানিয়েছেন।

আফসানা চৌধুরী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘আমারে হাবিবই ফোন করে বলল, একটা বিয়ে হলো। আমি বললাম, শাবাশ। অভিনন্দন। ছেলে হিসেবে আমার যতটুকু বলার দরকার, বলে দিয়েছি।’

হাবিব ওয়াহিদ
ছবি: ফেসবুক থেকে নেওয়া

হাবিব তাঁর ফেসবুক পেজে কবে, কখন বিয়ের কাজটি সেরে নিয়েছেন, সে ব্যাপারে কিছুই বলেননি। বাবা ফেরদৌস ওয়াহিদও জানেন না ছেলের বিয়ে কবে হয়েছে। বিয়ের তারিখ জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘বিয়ে কয় তারিখে করেছে, এটা তো জিজ্ঞেস করলাম না। নিশ্চয় দু–এক দিনের মধ্যে হবে। আসলে আমি গ্রামে এসে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার জগতে আমি এত বেশি ঝামেলায় থাকি, কখনো হাবিবরে ফোন করলে আমি পাই না, ও আমারেও ফোনে পায় না। আর আমি বেশির ভাগ সময় যেখানে ঘুরিফিরি, ওখানে ফোনের নেটওয়ার্কও থাকে না। গতকাল রাতে জানাইছে আমাকে। যে আশা করে বিয়ে করেছে, সেই আশা পূর্ণ হোক এই দোয়া করছি।’

গানের ভিডিওচিত্রের শুটিংয়ে ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ
ছবি : সংগৃহীত।
আরও পড়ুন

জানা গেছে, আফসানা চৌধুরী শিফার সঙ্গে হাবিবের পরিচয় প্রায় আট মাস আগে। শিফার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। হাবিব আরও জানিয়েছেন, ঢাকাতেই পরিচয় হয়েছে শিফার সঙ্গে।

আফসানা চৌধুরী ও হাবিব ওয়াহিদ
ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাসখানেক আগে ছেলে হাবিব ওয়াহিদের বিয়ে প্রসঙ্গে বাবা ফেরদৌস ওয়াহিদ বলেছিলেন, ‘করোনার মধ্যে মানসিকভাবে হাবিবের চিন্তাচেতনায় ব্যাপক পরিবর্তন এসেছে। আমি সব সময় হাবিবকে একটা পরামর্শ দিই—ঘর যদি করো, একজন সংসারি মেয়েকে নিয়েই কোরো।’

আফসানা চৌধুরী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, ২০০৩ সালে লুবায়নার সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

২০০৩ সালে লুবায়নার সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের
ছবি: ফেসবুক থেকে নেওয়া