হৃদয় খানের ‘আবেগী এ মন’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ‘অচেনা’ শিরোনামে গান করেছিলেন হৃদয় খান। সেটা প্রায় ছয় মাস আগের কথা। তাঁর কণ্ঠে নতুন এক গান প্রকাশিত হতে যাচ্ছে। ‘আবেগী এ মন’ শিরোনামে গানটি শুক্রবার রাতে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

হৃদয় খান
ইনস্টাগ্রাম

হৃদয় খান জানালেন এটি রোমান্টিক ধাঁচের গান, লিখেছেন মিলন মাহমুদ। বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে গানের লিরিক ভিডিও। পরে সংগীতচিত্রও নির্মাণের পরিকল্পনা আছে, যার সব প্রস্তুতি নেওয়া আছে। করোনার সংক্রমণ কিছুটা কমলেই শুটিং শুরু হবে। হৃদয় খান বলেন, ‘ভিডিওটি আউটডোরে শুট করতে হবে। আমি নিজেই পরিচালনা করব।’

হৃদয় খান জানালেন, দেড় বছর ধরে নিয়মিত গান প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, ‘মহামারির দুঃসময়ে মানুষের মনে আনন্দ নেই। গান শোনার মতো মনের অবস্থা নেই কারও। তাই এ পরিস্থিতির মধ্যেও নিয়মিত গান ছাড়িনি। কিন্তু মানুষের জীবনে চড়াই–উতরাই, সুখ–দুঃখ সবই থাকে। এগুলো জীবনের অপরিহার্য অংশ। সেই ভাবনা থেকেই এবার এই গানটি প্রকাশ করছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

আবেগী এ মন গানের পোস্টারে হৃদয় খান ও মডেল সারাহ
হৃদয় খানের কাছ থেকে সংগৃহীত

হৃদয় নিজেই লেখেন, সুর করেন, কণ্ঠ দেন ও সংগীতচিত্র নির্মাণ করেন। একা সবকিছু করায় কী সুবিধা? এ প্রশ্নে তিনি বলেন, ‘আমাকে সবাই কণ্ঠশিল্পী হিসেবেই চেনে। সেভাবেই আমি নিজেকে উপস্থাপন করে এসেছি। কিন্তু শুরু থেকেই গানের টেকনিক্যাল দিকগুলো আমি নিজেই দেখভাল করি। সাত বছর বয়স থেকে পারিবারিকভাবেই আমি সাউন্ড ও ক্যামেরার কাজ শিখেছি। এ কারণে একটা গানের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কল্পনা করি, সেভাবেই এক্সিকিউট করতে পারি। এই টেকনিক্যাল বিষয়গুলো জানি বলে আমার কিছু বাড়তি সুবিধা হয়।’

২০২০ সালের নভেম্বরে সংগীতশিল্পী লিজার সঙ্গে যৌথভাবে ‘ভাবনা’ নামে হৃদয় খানের একটি গান মুক্তি পায়। এ গানও তিনি নিজেই লিখেছিলেন। ‘বদলে গেছি’ শিরোনামে নতুন আরেকটি গান করেছেন হৃদয় খান, যেটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী। হৃদয়ের সুর ও সংগীতায়োজনে ১৭ জুন গানটি প্রকাশিত হবে। গানটির মিউজিক ভিডিওর পরিচালকও তিনি।

হৃদয় খান
ইনস্টাগ্রাম
‘সাত বছর বয়স থেকে পারিবারিকভাবেই আমি সাউন্ড ও ক্যামেরার কাজ শিখেছি। এ কারণে একটা গানের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কল্পনা করি, সেভাবেই এক্সিকিউট করতে পারি। এই টেকনিক্যাল বিষয়গুলো জানি বলে আমার কিছু বাড়তি সুবিধা হয়।’
হৃদয় খান