১২ শিল্পীর অংশগ্রহণে আজ ‘ভার্চ্যুয়াল চ্যারিটি কনসার্ট’

শাফিন আহমেদ, ফাহমিদা নবী, হাসান, তপুসহ কনসার্টে দেশের ১২ জন শিল্পী গান শোনাবেনছবি: কোলাজ

নতুন বছরের প্রথমেই হতে যাচ্ছে ভার্চ্যুয়াল চ্যারিটি কনসার্ট ‘সোর্স অব ড্রিমস’। বাংলাদেশের কিডনি রোগীদের চিকিৎসাসহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করেছে ইউএস-ভিত্তিক প্রতিষ্ঠান ‘সোনার বাংলা ফাউন্ডেশন’। মানুষ ও মানবিকতার পাশে দাঁড়াতে নিঃস্বার্থভাবে এ কনসার্টে সশরীর উপস্থিত থেকে সংগীত পরিবেশন করবেন মাকসুদুল হক, শাফিন আহমেদ, ফাহমিদা নবী, এস আই টুটুল, হাসান (আর্ক), আলী সুমন (পেন্টাগন), আগুন, দিনাত জাহান মুন্নী, তপু, পিন্টু ঘোষ, রন্টি দাস ও এস আই সুমন।

এ ব্যাপারে মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ বলেন, ‘সোনার বাংলা ফাউন্ডেশনের বিশেষ দিক হলো, এই প্রতিষ্ঠান কিডনি রোগীদের চিকিৎসায় সাহায্য-সহযোগিতা করে থাকে। বাংলাদেশে এই রোগের সমস্যা বেশি। এই রোগীদের আর্থিকভাবে সাহায্য-সহযোগিতার দরকার হয়। এ জন্য প্রতিষ্ঠানটির উদ্যোগকে সাধুবাদ জানাই। আমিও তাঁদের সহযোগিতার সঙ্গে হাত বাড়িয়েছি। কনসার্টটিতে অংশগ্রহণ করছি।’ তিন ঘণ্টাব্যাপী এ কনসার্ট আজ দুপুর ১২টা থেকে সরাসরি দেখা যাবে সোনার বাংলা ফাউন্ডেশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে https//www.facebook.com/sbfus এবং প্রথম আলোর ফেসবুক পেজ থেকেও এ কনসার্ট সরাসরি দেখা যাবে।

মাকসুদুল হক। ছবি: সংগৃহীত