২২ বছর পর প্রিন্স মাহমুদ, মাকে নিয়ে এলো নতুন সব গান

মা ও বাবা নিয়ে প্রিন্স মাহমুদের কথা ও সুরের গান আজও শ্রোতার হৃদয়ে গেঁথে আছে। জেমসের গাওয়া মা গানটি প্রকাশের হিসাব ধরলে এরই মধ্যে পেরিয়ে গেছে ২২ বছর। এর মধ্যে আর মা নিয়ে কোনো গান করেননি তিনি। এমনকি এ–ও বলেছিলেন, মা–বাবা এই দুটি বিষয় নিয়ে আর কোনো গান করবেনও না। কিন্তু এরই মধ্যে জানা গেল, মা নিয়ে নতুন একটি গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। আগের গানে মা হারানোর পরের কথা তুলে ধরা হলেও, এই গানে বেঁচে থাকা মায়ের সঙ্গে সন্তানের যে আবেগ–অনুভূতি কাজ করে, সেটাই তুলে ধরা হয়েছে।

ফাহমিদা নবী

প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘মা’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় গানটি গতকাল শনিবার বিকেলে প্রকাশিত হয়েছে। মা নিয়ে নতুন গান প্রকাশের পেছনের ভাবনা প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বললেন, ‘হঠাৎ মনে হলো মাকে নিয়ে গান তৈরি করতে পারি। আগের গানটা ছিল মা চলে যাওয়ার পরের স্মৃতি নিয়ে। এবারের গানটা মা যে বেঁচে আছেন, এমন সব স্মৃতি নিয়ে। মায়ের ত্যাগ, মায়ের কষ্ট—এসবই ফুটে উঠেছে নতুন গানে। ইমরানও গানটি ভালো গেয়েছে।’ এই গানের সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

প্রিন্স মাহমুদ
ছবি : প্রথম আলো

মা দিবসে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর গাওয়া নতুন আরেকটি গান। মা শিরোনামের এই গানের কথা ও সুর করেছেন সামিনা সালাম। গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের। ফাহমিদা নবীর গাওয়া এই গানের একটি ভিডিও চিত্র তৈরি হয়েছে, যেটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সালহা খানম ও শিশুশিল্পী আফফা আনজুম। এর আগে মা নিয়ে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। এবারের গানটি প্রসঙ্গে তিনি বললেন, ‘কথা বলে জানতে পারি, এই গানের গীতিকার তাঁর মায়ের মৃত্যুর পর অস্বাভাবিক হয়ে পড়েন। মা–বিহীন তাঁর জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি গানটি লিখেছেন। যখন আমি স্টুডিওতে গানটি কণ্ঠ দিতে যাই, তখন জানতে পারি। মা ছাড়া একটা মেয়ের প্রতি মুহূর্তের ইনসিকিরিউটি এই গানে ফুটে উঠেছে। গানটি শ্রোতাদের আবেগাক্রান্ত করবে।’

দূরবীন ব্যান্ডের সদস্যরা
ছবি : সংগৃহীত

ব্যান্ড দূরবীন মা দিবসে নতুন একটি গান প্রকাশ করেছে। মা শিরোনামের গানটি নিয়ে ব্যান্ডের অন্যতম সদস্য সৈয়দ শহীদ বললেন, ‘“মা’ একটা অসাধারণ, এক অদ্ভুত শব্দ। যাদের মা আছে, তাদের জন্য এই শব্দ আনন্দের, আর যাদের নেই, তাদের জন্য বেদনার। মাকে নিয়ে গান বানিয়ে ছোট ভাই নাহিদ পাঠিয়েছে প্রায় দুই বছর, অথচ করাই হয়নি। এত আবেগের ছোট একটা শব্দ “মা”, আমি চেষ্টা করে কোনোভাবে গাইতেই পারি নাই। অবশেষে এবার সাহস করে গাইলাম আর প্রকাশও করলাম।’

ক্লোজআপ ওয়ানখ্যাত রাজীব

গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত অটামনাল মুন মা নিয়ে পাঁচটি নতুন গান উপহার দিচ্ছেন। আপাতত গানগুলো আজ মাই টিভির মা আমার মা অনুষ্ঠানে প্রচার হবে। এরপর ইউটিউবে গানগুলো প্রকাশ করা হবে। সব কটি গানের কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। মা দিবসে মা শিরোনামে নতুন আরেকটি গান প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত রাজীব। বায়জিদ খুরশিদের লেখা এই গানের সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।